- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৩, ২০২২
টি২০ বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার সমীকরণ

বৃহস্পতিবার সিডনিতে দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে পাকিস্তানের কাছে মরণবাঁচন ম্যাচ ছিল। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে গেলে পাকিস্তানকে জিততেই হত। এইরকম গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন বাবর আজমরা। দভিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ং নিজেদের সেমিফাইনালের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখলেন। তবে প্রোটিয়াদের হারে বেশি সুবিধা হয়ে গেল ভারতের।
রবিবার রোহিতরা যদি জিম্বাবোয়েকে হারিয়ে দেয় তাহলে গ্রুপের শীর্ষে থেকেই সেমিফাইনালে যাবে ভারত। ভারত–জিম্বাবোয়ে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও ভারত শেষ চারে পৌঁছে যাবে। তবে জিম্বাবোয়ে ভারতকে হারাবে, এমন প্রত্যাশা কেউই করছেন না। ফলে ভারত শেষ ম্যাচে না হারলেই সেমিফাইনালের টিকিট কনফার্ম। পাকিস্তান শেষ ম্যাচে খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। পাকিস্তান যদি বাংলাদেশকে হারায় তাহলে বাবর আজমদের সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকাকে নেদারল্যান্ডের কাছে হারতে হবে। যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায় তাহলেও পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে।
পাকিস্তান যদি বাংলাদেশকে হারায়, আর ভারত যদি শেষ ম্যাচে জিম্বাবোয়ের কাছে হারে। তাহলে পাকিস্তান ও ভারতের পয়েন্ট হবে ৬। কিন্তু নেট রানরেটে পাকিস্তান ভারতের থেকে এগিয়ে থাকায় সেমিফাইনালে পৌঁছে যাবে। দক্ষিণ আফ্রিকা যদি শেষ ম্যাচে হল্যান্ডের বিরুদ্ধে জেতে আর ভারত যদি জিম্বাবোয়ের কাছে হারে তাহলে ভারতকে বিদায় নিতে হবে। কারণ ৭ পয়েন্টে পৌঁছে যাবে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ৫ পয়েন্টে দাড়িয়ে থাকবে ভারত। আর ভারত ও দক্ষিণ আফ্রিকা যদি নিজেদের শেষ ম্যাচে জেতে তাহলে সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যাবে পাকিস্তানের।
গ্রুপ ১ থেকে সেমিফাইনালে ওঠার লড়াইটা রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকেই এগিয়ে চলেছে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার রয়েছে চার ম্যাচে পাঁচ পয়েন্ট করে। নিউজিল্যান্ডের নেট রান রেট ২.২৩৩, ইংল্যান্ডের ০.৫৪৭ এবং অস্ট্রেলিয়ার মাইনাস (-) ০.৩০৪। শ্রীলঙ্কা রয়েছে চারে, চার ম্যাচে দাসুন শনাকার দলের রয়েছে ৪ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ০.৪৫৭। ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ইংল্যান্ডের হবে ছয় পয়েন্ট। নিউজিল্যান্ড শেষ ম্য়াচে কাল অ্যাডিলেডে আইরিশদের কাছে হারবে না ধরে নেওয়াই যায়। সেই ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলে নিউজিল্যান্ডের ৫ ম্যাচে ৬ পয়েন্ট হবে। তবে কেন উইলিয়ামসনের দলের পজিটিভ দিক হলো নেট রান রেট, যা তাঁদের পৌঁছে দেবে শেষ চারে।
❤ Support Us