Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২৭, ২০২২

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই উড়ে গেল বাংলাদেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই উড়ে গেল বাংলাদেশ

হল্যান্ডের বিরুদ্ধে সুপার ১২–র প্রথম ম্যাচ জিতে ইতিহাস তৈরি করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়ল বেঙ্গল টাইগাররা। দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হল ১০৪ রানে। দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক রিলে রসো। তাঁর ব্যাটের ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেলেন সাকিবরা। ৫৬ বলে ১০৯ রানের দুরন্ত ইনিংস খেলেন রসো। টি২০ বিশ্বকাপে এটা তাঁর জীবনের প্রথম সেঞ্চুরি। আর এই বিশ্বকাপেও প্রথম সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। বল হাতে দাপট দেখালেন আনরিখ নর্টিয়ে। দক্ষিণ আফ্রিকার ২০৫/‌৫ রানের জবাবে ১৬.‌৩ ওভারে ১০১ রানে শেষ বাংলাদেশ। ১০ রানে ৪ উইকেট নর্টিয়ের।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি প্রোটিয়াদের। প্রথম ওভারেই অধিনায়ক তেম্বা বাভুমাকে (‌২)‌ তুলে নিয়েছিলেন তাস্কিন আমেদ। ভারত সফর থেকেই খারাপ ফর্ম অব্যাহত বাভুমার। তাস্কিনের প্রথম ওভারের বোলিং দেখে মনে হচ্ছিল আগের ম্যাচের মতোই জ্বলে উঠেবেন বাংলাদেশের এই জোরে বোলার। কিন্তু হল্যান্ডের ব্যাটিং শক্তির সঙ্গে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং শক্তির আকাশপাতাল তফাৎ।

প্রথম ওভারে বাভুমা আউট হলেও চাপে পড়েনি দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডিকক ও রিলে রসোর সৌজন্যে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। বাইশ গজে ঝড় তোলেন দুই প্রোটিয়া ব্যাটার। পাওয়ার প্লে–র ৬ ওভারে পৌঁছে যায় ৬৩/‌১ রানে। ৩০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন রসো। অন্যদিকে হাসান মাহমুদকে ৬ মেরে ৩২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ডিকক। শেষ পর্যন্ত আফিফ হোসেনের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৩৮ বলে ৬৩ রান করেন ডিকক। রসোর সঙ্গে জুটিতে তোলেন ১৬৮। টি২০ বিশ্বকাপে এটাই সর্বোচ্চ রানের জুটি। ৫০ পার করার পর বাংলাদেশ বোলারদের ওপর রীতিমতো তান্ডব চালান রসো। ৫২ বলে সেঞ্চুরি করেন। ৫৬ বলে ১০৯ রান করে সাকিবের বলে তিনি আউট হন। রসোর ইনিংসে রয়েছে ৭টি ৪ ও ৮টি ৬। শেষ পর্যন্ত ২০ ওভারে ২০৫/‌৫ তোলে দক্ষিণ আফ্রিকা। মার্করাম করেন ১০। ৩৩ রানে ২ উইকেট নেন সাকিব।

বাংলাদেশের শুরুটা দেখে মনে হচ্ছিল জবাব দেওয়ার জন্যই মাঠে নেমেছে। রাবাডার প্রথম ওভারেও ওঠে ১৬। দুটি ছক্কা মারেন সৌম্য সরকার। তৃতীয় ওভারে সৌম্যকে (‌৬ বলে ১৫)‌ তুলে নিয়ে বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন নর্টিয়ে। একই ওভারে বোল্ড করেন শান্তকে (‌৯ বলে ৯)‌। এক ওভার পরে সাকিবকে (‌১)‌ তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন নর্টিয়ে। দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে আফিফ হোসেনকে (‌১)‌ তুলে নেন রাবাডা। ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। একমাত্র লড়াই করেন লিটন দাস (‌৩১ বলে ৩৪)‌। মেহদি হাসান করন ১১। বাংলাদেশকে ১০০ রানের গন্ডি পার করে দেন তাস্কিন। দুরন্ত বোলিং করে ১০ রানে ৪ উইকেট নেন নর্টিয়ে। ১০ রানে ৩ উইকেট তাবরেজ সামসির।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!