- দে । শ
- মার্চ ২১, ২০২৫
মন্তেশ্বরে বধূর রোগ সারাতে গিয়ে শ্লীলতাহানি, গ্রেফতার তাবিজ বাবা

চিকিৎসা করতে গিয়ে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ‘তাবিজ বাবা’। এই ‘তাবিজ বাবা’ ওরফে গোপাল চ্যাটার্জি বাঁকুড়ার পাত্রসায়রের বাসিন্দা। মন্তেশ্বরের পানবরেয়া গ্রামের এক বধূর সন্তান না হওয়ায় বহু চিকিৎসকের কাছে গিয়েও ফল মেলেনি। এই আবহে খবর মেলে গোপাল চ্যাটার্জি ওরফে ওই তাবিজ বাবার। প্রতিবেশীদের কাছে ওই বধূ জানতে পারেন, তাবিজ, ওষুধ, তুকতাক ও ওঝাগিরিতে ওই তাবিজ বাবা এতটাই পারদর্শী যে তার ওষুধ প্রয়োগে বন্ধ্যা নারীও সন্তান ধারণে সক্ষম হন।
মন্তেশ্বরের পানবড়েয়া গ্রামে গিয়ে ওই বধূর স্বামীর অনুপস্থিতিতে ঘরের ভিতর ঢুকে ওষুধ দিতে গিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বধূর চিৎকারে স্থানীয় মানুষজন ও তার স্বামী উপস্থিত হলে তাবিজ বাবা চম্পট দেয়। অভিযোগ পেয়ে পুলিশ মালডাঙা এলাকা থেকে তাবিজ বাবাকে গ্রেপ্তার করে। জানা গেল প্রায় ২০ বছর ধরে মন্তেশ্বরের পানবড়েয়া এলাকায় আসছে পঞ্চাশোর্ধ্ব গোপাল। এলাকায় ডাক্তারির পাশাপাশি পুরোহিতের কাজও করত। গোপাল জানায়, ‘প্রস্রাব দ্বারে সংক্রমণ হওয়ায় ওষুধ দেব বলে দেখতে যাই। এর আগে বিভিন্ন মানুষের রোগ সারিয়েছি। অনেকের বাড়িতে পুজো ও যজ্ঞ করি। পাথর, কবজ, ওষুধ দিই। অনেকের বাচ্ছা হয়নি, তাদের ওষুধ দেওয়ায় বাচ্ছাও হয়েছে। আমি কোনও খারাপ আচরণ করিনি। কারও শ্লীলতাহানি করিনি।’
❤ Support Us