- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- ডিসেম্বর ১৬, ২০২৪
তালবাদ্যের কিংবদন্তীর অকাল প্রায়াণে স্তম্ভিত বিশ্ব

রবিবারই তাঁর অসুস্থতার খবরে বিশ্বজুড়ে গুণমুগ্ধদের মধ্যে ছড়িয়ে ছিল উদ্বেগ । আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে, হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ভর্তি হন তালবাদ্যের কিংবদন্তী পুরুষ । সোমবার ভোররাতে এল সেই অপ্রত্যাশিত দুঃসংবাদ । প্রয়াত জাকির হুসেন, স্তম্ভিত হলো গোটা বিশ্ব । সোশ্যাল মিডিয়া জুড়ে একের পর এক নিজেদের শোক উজাড় করলেন বিশিষ্ট থেকে সাধারণ গুণমুগ্ধরা ।
শোকবার্তায় প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘কিংবদন্তী তবলা মায়েস্ত্রো উস্তাদ জাকির হুসেনজি’র প্রয়াণে গভীরভাবে শোকাহত । অনবদ্য প্রতিভার জন্য উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন । বিশ্বে সঙ্গীতের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মেলবন্ধনের নেপথ্যের অন্যতম কাণ্ডারী উস্তাদ জাকির হুসেন । যাঁর তবলার ছন্দে লক্ষ লক্ষ মানুষকে মুগ্ধ হয়েছে । ওঁর সৃষ্টি আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে । জাকিরজি’র পরিবার, বন্ধুবান্ধবদের প্রতি আমার সমবেদনা রইল । ‘
Deeply saddened by the passing of the legendary tabla maestro, Ustad Zakir Hussain Ji. He will be remembered as a true genius who revolutionized the world of Indian classical music. He also brought the tabla to the global stage, captivating millions with his unparalleled rhythm.…
— Narendra Modi (@narendramodi) December 16, 2024
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় লেখেন, ‘ অসময়ে চলে গেলেন উস্তাদ জাকির হুসেন । তাঁর মৃত্যু আমি স্তম্ভিত এবং গভীর শোকাহত । সুরভুবনের এটা এক অপূরণীয় ক্ষতি । শিল্পীর পরিবার, স্বজন এবং গুণমুগ্ধদের প্রতি আমার গভীর সমবেদনা জ্ঞাপন করছি ।’
Deeply shocked and saddened by the untimely death of Ustad Zakir Hussain, the renowned maestro and one of the greatest tabla players of all times. This is a huge loss for the country and his millions of admirers across the planet.
I convey my sincere condolences to the family,…
— Mamata Banerjee (@MamataOfficial) December 16, 2024
জনপ্রিয় তবলাবাদক বিক্রম ঘোষ ফেসবুকে শোকপ্রকাশ করে বলেছেন, ‘ আমরা যাঁরা ছন্দের জগতে বাস করি, আমাদের সূর্যকে হারালা । ‘
অভিনেতা কমল হাসান লিখলেন, ‘ জাকির ভাই ! বড্ড তাড়াতাড়ি চলে গেলে । তবুও তুমি আমাদের জন্য যে লিগ্যাসি রেখে গেলে, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ । ধন্যবাদ । ‘ অমিতাভ বচ্চন শোকবার্তায়, নিজের ব্লগে লিখেছেন,’ জিনিয়াস, মায়েস্ত্রো জাকির হুসেন চিরতরের জন্য আমাদের ছেড়ে চলে গেলেন ।’
❤ Support Us