Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • ডিসেম্বর ১৬, ২০২৪

তালবাদ্যের কিংবদন্তীর অকাল প্রায়াণে স্তম্ভিত বিশ্ব

আরম্ভ ওয়েব ডেস্ক
তালবাদ্যের কিংবদন্তীর অকাল প্রায়াণে স্তম্ভিত বিশ্ব

রবিবারই তাঁর অসুস্থতার খবরে বিশ্বজুড়ে গুণমুগ্ধদের মধ্যে ছড়িয়ে ছিল উদ্বেগ । আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে, হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ভর্তি হন তালবাদ্যের কিংবদন্তী পুরুষ । সোমবার ভোররাতে এল সেই অপ্রত্যাশিত দুঃসংবাদ । প্রয়াত জাকির হুসেন, স্তম্ভিত হলো গোটা বিশ্ব । সোশ্যাল মিডিয়া জুড়ে একের পর এক নিজেদের‌ শোক উজাড় করলেন বিশিষ্ট থেকে সাধারণ গুণমুগ্ধরা ।

শোকবার্তায় প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘কিংবদন্তী তবলা মায়েস্ত্রো উস্তাদ জাকির হুসেনজি’র প্রয়াণে গভীরভাবে শোকাহত । অনবদ্য প্রতিভার জন্য উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন । বিশ্বে সঙ্গীতের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মেলবন্ধনের নেপথ্যের অন্যতম কাণ্ডারী উস্তাদ জাকির হুসেন । যাঁর তবলার ছন্দে লক্ষ লক্ষ মানুষকে মুগ্ধ হয়েছে । ওঁর সৃষ্টি আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে । জাকিরজি’র পরিবার, বন্ধুবান্ধবদের প্রতি আমার সমবেদনা রইল । ‘

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় লেখেন, ‘ অসময়ে চলে গেলেন উস্তাদ জাকির হুসেন । তাঁর মৃত্যু আমি স্তম্ভিত এবং গভীর শোকাহত । সুরভুবনের এটা এক অপূরণীয় ক্ষতি । শিল্পীর পরিবার, স্বজন এবং গুণমুগ্ধদের প্রতি আমার গভীর সমবেদনা জ্ঞাপন করছি ।’

জনপ্রিয় তবলাবাদক বিক্রম ঘোষ ফেসবুকে শোকপ্রকাশ করে বলেছেন, ‘ আমরা যাঁরা ছন্দের জগতে বাস করি, আমাদের সূর্যকে হারালা । ‘
অভিনেতা কমল হাসান লিখলেন, ‘ জাকির ভাই ! বড্ড তাড়াতাড়ি চলে গেলে । তবুও তুমি আমাদের জন্য যে লিগ্যাসি রেখে গেলে, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ । ধন্যবাদ । ‘ অমিতাভ বচ্চন শোকবার্তায়, নিজের ব্লগে লিখেছেন,’ জিনিয়াস, মায়েস্ত্রো জাকির হুসেন চিরতরের জন্য আমাদের ছেড়ে চলে গেলেন ।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!