- ভা | ই | রা | ল
- ফেব্রুয়ারি ১১, ২০২২
প্রতিভাধারী সারমেয়। আইভির আঁকা ছবির দাম লাখ লাখ টাকা

৭১টি ল্যান্ডমাইন এবং ৩৮টি লাইভ বিস্ফোরণ শনাক্ত করেছিল দুঃসাহসী ইঁদুর মাগাওয়া। । ‘ব্রিটিশ চ্যারিটি’-র স্বর্ণপদক প্রাপ্ত মাগাওয়া ৮ বছর বয়সে মারা গেলেও বিশ্ববাসী তাঁকে মনে রাখবে তাঁর অসাধারণ কৃতিত্বের জন্য। শুধু মানুষ নয় পশুরাও অসাধারণ কর্মকাণ্ড ঘটাতে পারে তার অন্যতম প্রমাণ হল ৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান শেফার্ড সারমেয়। সে দারুন প্রতিভাবান। ক্যানভাসে রঙ ছড়িয়ে মুহূর্তেই বানিয়ে দেয় অসাধারণ ছবি। এখনও পর্যন্ত তার আঁকা ছবি অনলাইনে ১৫ হাজার পাউন্ডে অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৫ লক্ষ টাকার বেশি দামে বিক্রি হয়েছে৷
সারমেয়টির নাম আইভি। তার সবচেয়ে দামি পেইন্টিং বিক্রি হয়েছে ৩৬০ অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৩৬ হাজার টাকায়। ২ বছর বয়স থেকেই ছবি আঁকতে শুরু করে আইভি । ৯ বছর বয়সে কল্পনাকে রঙ-তুলির সাহায্যে ক্যানভাসে জীবন্ত করে তুলতে সক্ষম হয় আইভি।সারমেয়টি লিসা কাইটের। লিসা জানিয়েছেন, আইভি একটি পেইন্টিং সম্পূর্ণ করতে এক সপ্তাহ সময় নেয় । ছোটবেলা থেকেই আইভিকে কাজ করতে শিখিয়েছি । জ্যাকেট খুলে ফেলা, পা পরিষ্কার করা এবং কয়েন সংগ্রহ করার মতো কাজ আইভি পারে । সে এখন অনেক কঠিন কাজ করতে পারে।
লিসা চান, বিশ্বে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ুক আইভির পেইন্টিং। আইভির ছবি বিক্রি করে যা উপার্জন হয় সেই টাকা লিসা স্থানীয় দাতব্য সংস্থা এবং ফুড ব্যাঙ্কে দান করেন।
❤ Support Us