- দে । শ
- এপ্রিল ৩, ২০২৩
ফের তালিবানি স্বেচ্ছাচারের নমুনা, রমজান মাসে গানবাজনা সম্প্রচারের ‘অপরাধে’ বন্ধ করে দেওয়া হল মহিলা পরিচালিত রেডিও স্টেশন ‘সাদাই বানোওয়ান’, তালিবানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রেডিও স্টেশনের কর্তৃপক্ষের

২০২১ সালে তালিবানরা আফগানিস্তানের রাজনৈতিক ক্ষমতা দখল করার পর থেকেই আফগান মহিলাদের অধিকার ধারাবাহিকভাবে হরণ করা হচ্ছে। এই পরিস্থিতিতে নতুন করে তালিবানরা মহিলা পরিচালিত একটি রেডিও স্টেশনের সম্প্রচার বন্ধ করে দিল। সাদাই বানোওয়ান নামে ওই রেডিও স্টেশনটি উত্তর-পূর্ব আফগানিস্তানের। তালিবানদের তরফে জানানো হয়েছে, রমজান মাসে ইসলামিক নিয়মবিধি লঙ্ঘন করে ওই রেডিও স্টেশন থেকে গানবাজনা সম্প্রচার করা হচ্ছিল। একারণে সেটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাদাখশান প্রদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এই কারণ দর্শানো হলেও ওই রেডি স্টেশনের কর্তৃপক্ষ জানিয়েছে, তালিবানদের অভিযোগ ভিত্তিহীন। রেডিওতে গানবাজনা সম্প্রচার করা হচ্ছিল না। গোটা বিষয়টি তালিবানদের ষড়যন্ত্র বলে পাল্টা অভিযোগ করেছেন মহিলা পরিচালিত ওই রেডিও স্টেশনের ডিরেক্টর নাজিয়া সোরোশ। তিনি বলেছেন, আমরা গানবাজনা মোটেও সম্প্রচার করছিলাম না। উল্লেখ্য, মহিলা পরিচালিত এই রেডিও স্টেশনে মোট আটজন কর্মী রয়েছেন। এর মধ্যে ছয়জনই মহিলা বলে জানা গিয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এও জানানো হয়েছে, ইসলামিক নিয়মবিধি মেনে রেডিওতে অনুষ্ঠান সম্প্রচার করার ব্যাপারে মুচলেকা দেওয়া হলেই ফের রেডিওতে অনুষ্ঠান সম্প্রচারের অনুমতি দেওয়া হতে পারে।
৯০ দশকের শেষাশেষি সময়ে তালিবানরা আফগানিস্তানের রাজনৈতিক ক্ষমতা দখলের পরেও সেদেশের নারীর অধিকার ভূলুণ্ঠিত, একইসঙ্গে সাংবাদিকদের কাজের অধিকারও হরণ করা হয়। সেইসময়েও সেদেশের বেশিরভাগ টিভি চ্যানেল, রেডিও এবং সংবাদপত্রকে নিষিদ্ধ হিসেবে করে তালিবানরা। তারই পুনরাবৃত্তি চলেছে ফের।
আফগানিস্তানের সাংবাদিকদের সংগঠন আফগান ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, ২০২১ সালে তালিবানরা ফের ক্ষমতা দখলের পরে আফগানিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যম অর্থাভাবে অথবা সাংবাদিকরা দেশত্যাগী হওয়ায় বন্ধ হয়ে গিয়েছে। তালিবানদের বিরুদ্ধে মুখ খুললেই সাংবাদিকদের অবধারিতভাবে গ্রেফতার করা হচ্ছে। এছাড়া আফগান মহিলাদের বাইরের জগতে কাজের অধিকার ও শিক্ষার অধিকারও লাগাতারভাবে হরণ করছে তালিবানরা।
❤ Support Us