- দে । শ
- মার্চ ১৪, ২০২৩
তালিবানদের ভারত পাঠ।আজ থেকে কোঝিকোড়ে শুরু ক্লাস
ভারতীয় চিন্তাধারা সম্পর্কিত চার দিনের অনলাইন পাঠক্রমে অংশগ্রহণ করবেন তালিবান শাসিত আফগানিস্তানের প্রতিনিধিরা। ভারতের বিদেশ মন্ত্রকের অধীনে কেরলের কোঝিকোড় আইআইএমে ১৪ মার্চ থেকে শুরু হবে এ পাঠক্রম। চলবে ১৭ মার্চ পর্যন্ত। কোর্সটির পরিকল্পনা করেছেন ভারতীয় প্রযুক্তিগত ও অর্থনৈতিক সংস্থা। আফগানিস্তান ছাড়াও থাইল্যান্ড এবং মালয়েশিয়ার প্রতিনিধিরাও কোর্সে অংশগ্রহণ করবেন।
কোর্সটির বিষয়বস্তু সম্পর্কে আইটিইসি জানিয়েছে, বৈচিত্র্যের মধ্যে সমন্বয় ভারতের সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। বাইরের দেশের অতিথিদের কাছে সাংস্কৃতিক এই জটিলতাকে বোঝা সহজ সাধ্য নয়। তাই পাঠক্রমের লক্ষ্য হল, সুসংবদ্ধ উপায়ে বিদেশী কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে ভারতের সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণা গড়ে তোলা। যার পরিণতিতে ব্যবসা হোক কিংবা চাকরি– সংস্কৃতিগত কারণে কোনো অসুবিধার সমুখীন তাদের আর হতে হবে না। আয়োজকদের মতে, ভারতের অর্থনৈতিক পরিবেশ, সামাজিক প্রেক্ষাপট,সাংস্কৃতিক ঐতিহ্য ও নেতৃত্বদানের দক্ষতা ও অন্যান্য দিক সম্পর্কে জানবার এ এক সুবর্ণ সুযোগ। তাঁদের আশা,অতিথিরা এর সদব্যবহার করবেন। কাবুল থেকে কর্মসূচিতে যোগদানকারী অতিথিদের সম্পর্কে বলা হয়েছে, বিচ্ছিন্নতা নয়, তালিবানদের শিক্ষিত করে তোলা প্রয়োজন। শিক্ষার মধ্যদিয়ে তালিবানদের সংকীর্ণতার গণ্ডি থেকে বের করে আনা সম্ভব।
২০২১ সালে আমেরিকার বাহিনী বিদায় নেওয়ার পর ধীর ধীরে আফগানিস্তানের দখল নেয় তালিবান। নয়া দিল্লি আফগানিস্তানের তালিবানি শাসনকে স্বীকৃতি দেয়নি। এই প্রেক্ষিতে আফগান প্রতিনিধিদের ভারতের কোনো কোর্সে যোগ দেওয়া আন্তর্জাতিক কূটনীতি এবং অর্থনীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যযুগীয় স্বৈরতন্ত্র চলছে আফগান মুলুকে। কিন্তু দেশের আর্থিক অবস্থার হাল এখনও ফেরেনি। এমতাবস্থায় বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক কারণে সৌহার্দ্য গড়ে তোলা প্রয়োজন। চিন আফগানিস্তানের পাশে রয়েছে, রয়েছে পাকিস্তান । কিন্তু তা যথেষ্ট নয় বলে মনে করছে কাবুল প্রশাসন। তাই ভারত বা অন্যান্য দেশের সঙ্গে মৈত্রীমূলক সম্পর্ক গড়ে তুলতে চাইছেন তাঁরা। ভারতীয় ঐতিহ্য সম্পর্কে তাঁদের জ্ঞানার্জনের প্রয়াস দেশের অর্থনীতির হাল ফেরানোর প্রচেষ্টা বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
❤ Support Us