- এই মুহূর্তে বি। দে । শ
- মার্চ ১৩, ২০২৫
খাইবার পাখতুনখাওয়ায় পাক সেনা ঘাটিতে বিচ্ছিন্নতাবাদীদের আত্মঘাতী হামলা

বালুচিস্তানে ট্রেন হাইজ্যাকের ঘটনার রেশ কাটতে না কাটতেই , বৃহস্পতিবার পাকিস্তানে খাইবার পাখতুনখাওয়ার জান্দোলার সামরিক ঘাঁটিতে তালিবনি আত্মঘাতি হামলা। বোমা বিস্ফোরণের পর দক্ষিণ ওজিরিস্তানের সেনার উপর লাগাতার গুলি চালানো হয়েছে। জানা যাচ্ছে, আফগান-পাকিস্তান সীমান্তে সক্রিয় একটি সশস্ত্র জঙ্গি গোষ্ঠী, তেহরিক-ই-তালিবান এই আত্মঘাতী হামলা চালিয়েছে। এই মূহূর্তে সেখানে ঘাঁটির ভেতরে ভয়াবহ লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে।
আকস্মাৎ হামলায় প্রথমে একটি শক্তিশালী যন্ত্র-বাহিত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণ দিয়ে শুরু হয়। সামরিক ঘাঁটির একটি চেকপোস্টের সামনে বিষ্ফোরণে ঘটানো হয়েছে। বহু পাকিস্তানি সেনাকর্মী হতাহত হয়েছেন। ভেঙে পরে সামরিক ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা। এরপর, টিটিপি যোদ্ধারা সেনা ঘাঁটিতে ঢুকে পরে, ফলে পাকিস্তানি সামরিক বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ শুরু হয়। প্রাথমিক খবরে জানা গেছে যে, ১৫ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। টিটিপি যোদ্ধারা এখনো ঘাঁটির ভেতরে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে।
Attack on #Pakistani military in #Jandola in #Tank district of #Khyber Pakhtunkhwa Province today. Pakistani forces are being hit hard in Khyber as well as in #Balochistan.#Balochistanattack #Pakistan #JaffarExpressHijack https://t.co/KbaunebGTX pic.twitter.com/eHvCSLKgUW
— Ajay Kaul (@AjayKauljourno) March 13, 2025
উল্লেখ্য, কয়েকদিন আগে পাকিস্তানের এই একই অঞ্চলে হামলা চালিয়েছিল বিচ্ছিন্নতাবাদীরা। আধা-সামরিক বাহিনীর অন্তত ৪ জন সৈন্য নিহত হয়েছিলেন। পাকিস্তানের এই প্রদেশের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। দুই দেশের সীমান্ত লাগোয়া ওই এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের তালিবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে সহিংসতা বেড়েছে। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে ব্যাপক সক্রিয়। পাকিস্তানি তালিবান নামে পরিচিত টিটিপি সে দেশের বিভিন্ন এলাকায় প্রায়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করছে।
❤ Support Us