Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • নভেম্বর ১৪, ২০২৪

ভারতে দূত পাঠালো আফগান তালিবান প্রশাসন ।সে দেশের সরকারকে স্বীকৃতি দেবে ভারত ?

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতে দূত পাঠালো আফগান তালিবান প্রশাসন ।সে দেশের সরকারকে স্বীকৃতি দেবে ভারত ?

২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালিবানরা। সেই সময় থেকে ভারতে কোনও রাষ্ট্রদূত ছিল না। দীর্ঘদিন পর ভারতে রাষ্ট্রদূত নিয়োগ করল আফগানিস্তানের তালিবান সরকার। তরুণ আফগান ছাত্র ইকরামুদ্দিন কামিলকে মুম্বইয়ে আফগানিস্তানের কনস্যুলেটে ভারপ্রাপ্ত কনসাল হিসেবে নিয়োগ করা হয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতা নেওয়ার পর থেকে ভারতে তালিবানদের দ্বারা প্রথম নিয়োগ।

আফগানিস্তানে পূর্ববর্তী আশরাফ গনি সরকার কর্তৃক নিযুক্ত কূটনীতিকরা ভারত ছেড়ে অন্য দেশে আশ্রয় নেওয়ার পর ভারত কাবুল এবং অন্যান্য শহর থেকে তার কূটনীতিকদের প্রত্যাহার করে। এতদিন পর্যন্ত একজন প্রাক্তন কূটনীতিক ভারতে থেকে আফগানিস্তান মিশন এবং কনস্যুলেটগুলি পরিচালনা করেছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাকিস্তান–আফগানিস্তান–ইরান বিভাগের যুগ্ম সচিব জেপি সিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আফগানিস্তান সফর করে কাবুলে তালিবানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুবের সাথে বৈঠক করেন। সেই বৈঠকের কয়েকদিন পরই কামিলকে নিয়োগ করা হয়েছে।

তালিবানের রাজনৈতিক বিষয়ক উপ–পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই এক্স–এ কামিলের নিয়োগের কথা ঘোষণা করেছেন। ইকরামুদ্দিন কামিল ৭ বছর ধরে ভারতে পড়াশোনা করেছেন। দিল্লির সাউথ এশিয়া ইউনিভার্সিটি থেকে বিদেশ মন্ত্রকের বৃত্তিতে আইন নিয়ে ডক্টরেট করেছেন। আপাতত তিনি মুম্বইয়ে রয়েছেন এবং ইতিমধ্যেই দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে কামিলের নিয়োগের ব্যাপারে প্রতিক্রিয়া জানায়নি। বিদেশ মন্ত্রকের সূত্র জানিয়েছে যে, কামিলকে একজন আফগানিস্তানী হিসাবে দেখা হচ্ছে, যিনি ভারতে আফগানদের জন্য কাজ করছেন।

সূত্রটি আরও জানিয়েছে, ‘‌ভারতে অবস্থিত দূতাবাস ও কনস্যুলেট পরিচালনাকারী আফগান কূটনীতিকরা বিভিন্ন পশ্চিমা দেশে আশ্রয় চেয়েছেন এবং ভারত ছেড়েছেন। এতদিন একজন প্রাক্তন কূটনীতিক ভারতে থেকে কনস্যুলেটগুলি চালু রেখেছিলেন। কিন্তু আফগান সরকার বলেছে, ভারতে অবস্থিত আফগান সম্প্রদায়ের কনস্যুলার পরিষেবার প্রয়োজন এবং এটি করতে সক্ষম হওয়ার জন্য আরও কর্মী সদস্যদের প্রয়োজন। একজন তরুণ আফগান ছাত্র ৭ বছর ধরে ভারতে পড়াশোনা করেছেন। সাউথ এশিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট সম্পন্ন করেছেন। তিনি আফগান কনস্যুলেটে একজন কূটনীতিক হিসেবে কাজ করতে সম্মত হয়েছেন।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!