Advertisement
  • বৈষয়িক
  • সেপ্টেম্বর ২৭, ২০২৩

কাবুলিওয়ালার দেশের মুদ্রা “আফগানি” বিশ্বের সব দেশের মুদ্রাকে পেছনে ফেলে এগিয়ে

আরম্ভ ওয়েব ডেস্ক
কাবুলিওয়ালার দেশের মুদ্রা “আফগানি” বিশ্বের সব দেশের মুদ্রাকে পেছনে ফেলে এগিয়ে

তালিবান শাসিত আফগানিস্তানে কী নতুন ভোরের সূচনা হল? তালিবান কাবুল দখল করার পর থেকে আফগানিস্তানে শুরু হওয়া নয়া অন্ধকার যুগ কী শেষ হল? আফগান জনতার জীবনযাত্রার মানের অবনতির পাশাপাশি দেশটার ধুঁকতে থাকা অর্থনীতির বিষয়টিও সামনে আসার পাশাপাশি সামনে এসেছে এক বিস্ময়কর তথ্য। ব্লুমবার্গের এক রিপোর্টের দাবি করা , আফগানিস্তানের মুদ্রা “আফগানি”-ই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের হিসেবে সারা পৃথিবীর সমস্ত মুদ্রাকে পিছনে ফেলে এগিয়ে গেছে !

ব্লুমবার্গের রিপোর্টে দাবি করা হয়েছে  “আফগানি”-র মূল্য বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ। আর এর পিছনে রয়েছে তালিবানের সূক্ষ্ম চাল। সেদেশের খোলা বাজারে মার্কিন ডলার কিংবা পাকিস্তানি টাকার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। অনলাইন লেনদেনেও চাপানো হয়েছে নিষেধাজ্ঞা। রীতিমতো কড়া শাস্তির ফতোয়া দেওয়া হয়েছে অনলাইন লেনদেনে। এসবের উদ্দেশ্য, একটাই, সেটা হচ্ছে  “আফগানি”-র ব্যবহার বাড়ানো। আর এর ফলেই এই ত্রৈমাসিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর সময়কালে এমন নজির গড়ল আফগানিস্তানের মুদ্রা  “আফগানি”।

তবে এহেন নজির গড়েও আফগানিস্তান কিন্তু  অন্ধকারমুক্ত হয়নি। এখনও অপরিসীম দারিদ্র ও মানবাধিকার লঙ্ঘন, নারী নির্যাতন নিয়ে  ভয়ঙ্কর সব ছবি সামনে আসছে। অথচ গত বছরের নিরিখে ১৪ শতাংশ বেড়েছে “আফগানি”-র মূল্য। সারা পৃথিবীর হিসেবে সব মিলিয়ে কাবুলিওয়ালার দেশের মুদ্রা এখন তিন নম্বরে। কলম্বিয়া ও শ্রীলঙ্কার মুদ্রার পরেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!