- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৮, ২০২৩
নারী শিক্ষায় নিষেধাজ্ঞাই জনসাধারণের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে, দায় শিকার তালেবানই নেতার
আফগানিস্তানের তালেবান-নিযুক্ত উপ-পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই বলেছেন যে তালেবানদের থেকে মানুষের দূরত্বের বেড়ে যাওয়ার প্রধান কারণ হল নারী শিক্ষার উপর নিষেধাজ্ঞা, টোলো নিউজ এই তথ্য জানিয়েছে। টোলো নিউজ হল একটি আফগান সংবাদ চ্যানেল যা কাবুল থেকে সম্প্রচারিত হয়।
একটি সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তালেবান উপ-পররাষ্ট্রমন্ত্রী, ষষ্ঠ শ্রেণির পরেও মেয়েদের জন্য স্কুল শিক্ষা পুনরায় চালু করার উপর গুরুত্ব দিয়ে বলেন, জ্ঞানহীন সমাজের অর্থ “অন্ধকার”।
তালেবানের সীমান্ত ও উপজাতীয় বিষয়ক মন্ত্রকের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা ছাত্রদের বার্ষিক পরীক্ষার ফল প্রদানের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।
উপ-পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই বলেছেন, “শিক্ষা প্রত্যেকের অধিকার। এটা প্রাকৃতিক অধিকার যেটা ঈশ্বর এবং নবী তাদের দিয়েছেন, কেউ কিভাবে তাদের কাছ থেকে এই অধিকার কেড়ে নিতে পারে? যদি কেউ এই অধিকার লঙ্ঘন করে, সেটা আফগানদের এবং এখানকার জনগণের বিরুদ্ধে নিপীড়ন। দেশ সকলের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খুলে দেওয়ার চেষ্টা করুন। আজ প্রতিবেশী ও বিশ্বের সাথে আমাদের একমাত্র সমস্যা শিক্ষাকে কেন্দ্র করেই। সারা বিশ্বের মানুষ যদি আমাদের থেকে দূরে সরে গিয়ে আমাদের উপর বিরক্ত হয়, তার কারণ অন্যতম কারণ হচ্ছে এই শিক্ষার সমস্যা।”
তালেবান-নিযুক্ত সীমান্ত ও উপজাতীয় বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী নুরুল্লাহ নুরি বলেছেন যে দূরবর্তী অঞ্চলে বসবাসকারী যুবকরা যেখানে শিক্ষার সুযোগ নেই, তাদের স্কুলে ভর্তি করা হয়েছে। ধর্মীয় ও আধুনিক শিক্ষার মধ্যে কোনো দূরত্ব নেই বলেও তিনি তাঁর বক্তব্যে জোর দিয়েছেন।
নুরুল্লাহ নুরি বলেছেন, “দূরত্বের বিষয়টি সত্য নয়। কোনও দূরত্ব নেই। ইসলামিক আমিরাতের শাসনে যে শিক্ষা দেওয়া হচ্ছে, আমি আপনাকে বলতে পারি যে এর আগে এমন কোনও ব্যবস্থা ছিল না।”
তালেবান ক্ষমতায় আসার পর থেকে ষষ্ঠ শ্রেণির ওপরের মেয়েরা তাদের শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে।
তালেবান-নিযুক্ত ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী হাবিবুল্লাহ আগা সম্প্রতি দেশের ধর্মীয় বিদ্যালয়ে শিক্ষার নিম্নমান নিয়ে সমালোচনা করেছেন বলে টোলো নিউজ জানিয়েছে। হাবিবুল্লাহ আগা তালেবান ও ধর্মীয় পণ্ডিতদের শিক্ষার মান বাড়াতে গুরুত্বারোপ করতে বলেন। তাহলে কী বলা যায় তালেবান শাসনে এবার মুক্ত বাতাস প্রবাহ শুরু হল !
❤ Support Us