- দে । শ
- জানুয়ারি ৩১, ২০২২
২ ফেব্রুয়ারি থেকে ছাত্রদের জন্য খুলছে আফগান বিশ্ববিদ্যালয়। তালিবান শাসনে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত মেয়েরা?
আগামী ২ ফেব্রুয়ারি থেকে কাবুলের বিশ্ববিদ্যালয়গুলি খোলা হবে বলে জানাল তালিবান সরকার। যদিও সেখানে মহিলা পড়ুয়ারা পড়াশুনার সুযোগ পাবেন কিনা সেই বিষয়ে স্পষ্ট জানান হয়নি।আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসায় পর থেকে গত ছয় মাস ধরে বন্ধ সমস্ত সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি।
তালিবান সরকারের মন্ত্রী শেখ আবদুল বাকি হাকানি একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, দেশের গ্রীষ্মপ্রধান অঞ্চলগুলিতে ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে বিশ্ববিদ্যালয় খুলে যাবে। অন্যদিকে শীতপ্রধান প্রদেশগুলির বিশ্ববিদ্যালয়গুলিতে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে পঠনপাঠন শুরু হবে। তবে সাংবাদিক সম্মেলনে মহিলা পড়ুয়াদের নিয়ে কোনওরকম মন্তব্য করেননি মন্ত্রী। উল্লেখ্য, এর আগে মহিলা ও পুরুষদের আলাদা কক্ষে শিক্ষার নিদান দিয়েছিল তালিবান। ইতিমধ্যে দেশের অধিকাংশ উচ্চবিদ্যালয়গুলি খুলে দিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার। তবে সেগুলি কেবলমাত্র ছাত্রদের স্কুল। এইসঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পঠনপাঠন শুরু হয়েছে। তবে সেখানেও মেয়েরা পড়াশুনার সুযোগ পাচ্ছেন না বলে অভিযোগ।
প্রসঙ্গত, আগেই যানবাহনে গান শোনা নিষিদ্ধ করেছিল তালিবান। পরে বিয়েতে লাইভ মিউজিক নিষিদ্ধ করা হয়েছে। উৎসবের ক্ষেত্রে পুরুষ ও নারীদের আলাদা ভাবে উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে তালিবান সরকারের তরফে। এছাড়াও আফগান চ্যানেলগুলির সেইসব ধারাবাহিক বন্ধ করে দিতে বলা হয়েছে, যেগুলিতে মহিলারা কাজ করছেন। এছাড়াও মহিলা সাংবাদিকদের হিজাব পরে খবর পড়তে বলা হয়েছে। পাশাপাশি পুরুষ সঙ্গী ছাড়া বেড়াতে যেতে পারবেন না আফগান মহিলারা। বাস ও অন্য গাড়ির চালিকদের উদ্দেশে বলা হয়েছে, একমাত্র ইসলামিক হিজাব পরা মহিলাদেরই তাঁরা গাড়িতে ওঠার অনুমতি দিতে পারবেন।
❤ Support Us