Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জানুয়ারি ৫, ২০২৩

অস্কারের মঞ্চে বঙ্গ তনয়া সম্পাদিত তথ্যচিত্র এলিফ্যান্ট হুইস্পারার্স

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্কারের মঞ্চে বঙ্গ তনয়া সম্পাদিত তথ্যচিত্র এলিফ্যান্ট হুইস্পারার্স

অস্কারের মঞ্চে জায়গা পেতে চলেছে বাঙালি মহিলার সম্পাদিত ছবি। কলকাতার সেণ্ট জেভিয়ার্সের প্রাক্তনীর এই সাফল্য স্বভাবতই সাড়া ফেলে দিয়েছে বাংলার নন্দন চত্ত্বরে।

অস্কারের জন্য মনোনীত হল কার্তিকী গঞ্জালভেস পরিচালিত ‘এলিফ্যান্ট হুইস্পারার্স। স্বল্প দৈর্ঘ্যের সেরা তথ্যচিত্র বিভাগে মনোনীত হয়েছে তামিলা ভাষার এই ছবিটি। ছবিটি সম্পাদনা করেছেন সঞ্চারী মল্লিক, যিনি কলকাতারই বাসিন্দা। তামিল নাড়ুর থেপাকাড্ডুর হস্তী শিবিরের দুই অনাথ হস্তীশাবকের প্রতি এক দম্পতির স্নেহ মায়া মমতার ওপর নির্মিত এই ছবিটি ইতিমধ্যেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। আজকে অস্কারে জায়গা পাওয়া ছবির সাথে যুক্ত কলাকুশলীদের পরি শ্রমের যোগ্য স্বীকৃতি বলে জানান সঞ্চারী।

ফিল্ম সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও জানান ফিল্মের যিনি পরিচালক তিনি হস্তী শিবিরের সাথে ভীষণ ভাবে জড়িত।  তাই তিনি সরাসরি প্রত্যক্ষ করেছেন  ওই দুই শাবকের সঙ্গে দম্পতির সম্পর্ককে। তারই চিত্রায়ন তিনি ঘটিয়েছেন পর্দায়। প্রেক্ষাগৃহে  ছবিটি মুক্তির পর তা আবার ওটিটি প্ল্যাট ফর্মেও দেখানো হয়। নিজের কাজ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন যে তাঁর কাছে ৫০০ ঘণ্টার ফুটেজ ছিল, যা থেকে সম্পাদনার মাধ্যমে ৪০ মিনিটে র তামিল ছবিটি তাকে নির্মাণ করতে হয়েছে। এইকাজে তাকে সাহায্য করেছেন ‘২০ ফিট ফর্ম স্টারডম’ খ্যাত চলচ্চিত্র সম্পাদক ডগলাস ব্লাশ। যিনি এই ছবির সহ সম্পাদক।সম্পাদনা প্রসঙ্গে তিনি আরও বলেন যে, চরিত্রের আবেগ নয় বরং তাঁর জীবনের যাত্রাপথকে তুলে ধরাই হয় তাঁর কাজের লক্ষ্য। হাতির জীবনের কিছু নির্দিষ্ট ধাঁচ আছে। সম্পাদনার সময় সেদিকে খেয়াল রেখেই তিনি সম্পাদনার কাজটি সম্পূর্ণ করেছিলেন।

প্রসঙ্গত, তাঁর মা শুভা দাস মল্লিকও কলকাতার তথ্যচিত্র জগতে এক পরিচিত নাম। সঞ্চারীর কথায় মায়ের বহু ছবি তিনি সম্পাদনা করেছেন। ১৫ বছরের কেরিয়ারে তথ্যচিত্রের থেকে ফিকশন ছবিই তিনি বেশি করেছেন । তার মধ্যে সবথেকে বিখ্যাত জাতীয় পুরস্কার প্রাপ্ত মারাঠা ছবি ‘নাল’। অস্কারের মঞ্চে তাঁর ছবির মনোনয়ন তাকে এবার আন্তর্জাতিক পরিচিতি দিতে চলেছে বলে মনে করছেন তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!