- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২৬, ২০২৩
তামিম ইকবালকে বাদ দিয়েই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা বাংলাদেশের

তামিম ইকবালকে বাইরে রেখেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল বাংলাদেশ। পিঠে চোটের জন্য তাঁকে দলে রাখা হয়নি। মাহমুদুল্লাহ রিয়াদ, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিবকে চূড়ান্ত দলে রেখে চমক দিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার রাতে অভিনব উপায়ে দল ঘোষণা করে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্টের মাধ্যমে দল ঘোষণা করা হয়। ভিডিওতে দেখা গেছে, বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নাম ঘোষণা করা হচ্ছে ও তাঁদের হাতে বাক্সবন্দী লাল–সবুজ জার্সি তুলে দেওয়া হচ্ছে। দল ঘোষণার পাশাপাশি এদিন বিশ্বকাপের জন্য নতুন জার্সিরও উদ্বোধন হয় বাংলাদেশের।
বিশ্বকাপে বাংলাদেশ যে ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে, তাতে সুযোগ পেয়েছেন: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
মাত্র ২ জন ওপেনার নিয়ে বিশ্বকাপ খেলতে আসছে বাংলাদেশ। টপ ও মিডল অর্ডার মিলিয়ে ৫ জন ব্যাটার রয়েছে দলে। দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। দুজন বিশেষজ্ঞ স্পিনার ও ৫ জোরে বোলার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ করে বুধবারই ভারতের মাটিতে পা রাখছে বাংলাদেশ।
❤ Support Us