Advertisement
  • বৈষয়িক
  • জানুয়ারি ৫, ২০২৪

রাজ্যের ঝুলিতে আরও পাঁচটি জিআই ট্যাগ, শিল্পীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যের ঝুলিতে আরও পাঁচটি জিআই ট্যাগ, শিল্পীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

ওডিশার সঙ্গে লড়াই করে রসগোল্লার জিআই ট্যাগ ছিনিয়ে নিয়েছিল বাংলা। বাংলার দাবির কাছে ধোপে টেকেনি ওডিশা। মিহিদানার জিআই ট্যাগও বাংলার। ছৌ–নাচের মুখোশের ট্যাগও বাংলার দখলে। নতুন বছরের শুরুতে আরও তিনটি জিনিসের ওপর দখলদারি বাংলার। রাজ্যের তিনটি শাড়ি, উত্তরবঙ্গের চাল ও সুন্দরবনের মধু জিআই ট্যাগ পেল। অর্থাৎ একসঙ্গে পাঁচটি জিআই ট্যাগ এল বাংলায়।
নদীয়া ও পূর্ব বর্ধমানে তৈরি হয় টাঙ্গাইল শাড়ি। দীর্ঘদিন ধরেই এই দুই জেলার তাঁতিদের ঘরে তৈরি গোটা বিশ্বে দারুণ সমাদৃত হয়ে আসছে। এদের পাশাপায়ি মুর্শিদাবাদ জেলার কড়িয়াল শাড়ি এবং বীরভূম জেলার গরদকের কাপড়ও সমান বিখ্যাত। এই তিন ধরণের শাড়ি অবশেষে জিআই ট্যাগ পেল। এছাড়া উত্তরবঙ্গের সুগন্ধি কালোনুনিয়া চাল এবং সুন্দরবনের মধুকেও বাংলার জিআই ট্যাগ দেওয়া হয়েছে।
বিশ্বের বাজারে টাঙ্গাইল শাড়ির চাহিদা তুঙ্গে। যদিও এই শাড়ির দাম অনেকটাই বেশি। শিল্পীরা হাতে করে এই শাড়ির নকশা করেন। সেই কারণেই দাম বেশি। কড়িয়াল শাড়িও বিশ্বজোড়া সুনাম আছে। শাড়িগুলি জিআই ট্যাগ পাওয়ায় বিশ্বে রফতানির ক্ষেত্রে অনেক সুবিধা হবে।
বছরের শুরুতেই একসঙ্গে পাঁচটি জিনিসের ওপর জিআই ট্যাগ পাওয়াটা বাংলার কাছে দুর্দান্ত প্রাপ্তি। জিআই ট্যাগ পাওয়ার পরই রাজ্যের শিল্পীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ‘‌এক্স’‌ হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‌শিল্পীদের অভিনন্দন জানাচ্ছি তাঁদের দক্ষতার জন্য। আমরা তাঁদের জন্য গর্বিত। সকলকে অভিনন্দন।’ বাংলা নতুন পাঁচটি জিআই ট্যাগ পাওয়ায় খুশি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, ফিরহাদ হাকিমও। দুজনই শিল্পীদের অভিনন্দন জানিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!