- দে । শ
- মার্চ ১৩, ২০২৫
হলদিয়ার কর্মীসভা থেকে চ্যালেঞ্জ শভেন্দুর । রণকৌশল প্রস্তুত, পাল্টা জবাব দিলেন তাপসী মণ্ডল

হলদিয়ায় কর্মীসভার বৈঠক থেকেই সংগঠনকে চাঙ্গা করতে বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা । জেলার সাংগঠনিক সভাপতির পদে ইস্তফা দিয়ে দিনকয়েক আগেই তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল। দলবদলের পর পেয়েছেন নতুন দায়িত্ব। রাজ্যের নারী ও শিশুকল্যান ও সমাজকল্যান দফতরের চেয়ারপার্সন হয়েছেন তিনি।
একসময়ে তাঁর ঘনিষ্ঠ তাপসী মন্ডলের তৃণমূলে যোগদানের বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা । এবার হলদিয়ায় কর্মী সভা করে সেই শূণ্যস্থান পূরণের ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী ।
উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে, তাই প্রকাশ্য সভার অনুমতি মেলেনি হলদিয়ায় । তাই হলদিয়ার প্রেক্ষাগৃহ থেকেই ২০২৬ এর নির্বাচনের আগে দলকে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী । পূর্ব মেদিনীপুরে দলের সংঘঠনকে মজবুত করতে শুভেন্দুর এদিনের বক্তব্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতির ইঙ্গিত স্পষ্ট ছিল ।
হলদিয়ার রাজনৈতিক গুরুত্ব প্রসঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠ মহল মনে করছে, এটি তাঁর দীর্ঘদিনের শক্ত ঘাঁটি । নন্দীগ্রামের পাশাপাশি হলদিয়াতেও তাঁর ব্যাপক প্রভাব রয়েছে । তমলুক লোকসভার অন্তর্ভুক্ত এই বিধানসভা কেন্দ্র একসময় শুভেন্দুর রাজনৈতিক শক্তির অন্যতম কেন্দ্রবিন্দু ছিল । তৃণমূল থাকাকালীন তিনি দীর্ঘদিন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানও ছিলেন । তাই তাপসী মণ্ডলের দলত্যাগকে শুভেন্দু তাঁর নিজস্ব ঘাঁটিতে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন ।
তমলুক সাংগঠনিক জেলা বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন, তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু । কর্মীসভায় মলয় সিংহকে পাশে বসিয়ে তিনি জানান, সভাপতি পদে একমাত্র মনোনয়ন জমা দিয়েছেন মলয় সিংহ । যদি মনোনয়নপত্রে কোনো ত্রুটি না থাকে, তাহলে তাকেই দলের নতুন জেলা সভাপতি হিসেবে ধরে নেওয়া যেতে পারে। এদিন তাপসী মন্ডল সম্পর্কে বিরোধী নেতা অভিযোগ করেছেন, বিধায়ক হয়ে হলদিয়ায় দায়িত্ব পালন করেননি,আগামী নির্বাচনে তাঁর বিরুদ্ধে যে কোনো একজন বুথ সভাপতি দাড়ালেও জিতবে ।
অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতার ওপেন চ্যালেঞ্জকে গ্রহণ করে,সদ্য তৃণমূলে যোগ দেওয়া তাপসী মণ্ডল সংবাদ মাধ্যমে বলেছেন,’যুদ্ধের রণকৌশল প্রকাশ্য বলতে নেই , আমি রণকৌশল তৈরি করেই নেমেছি । মাঠ কীভাবে তৈরি করতে হয় সেটা আমি জানি । ওনার চ্যালেঞ্জ আমি নিলাম ।’
বিজেপির নেতা শুভেন্দু অধিকারী রামনবমী উদযাপনকে সাফল্যমণ্ডিত করতে দলীয় কর্মীদের আহ্বান জানিয়েছেন । তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ” হিন্দু এলাকায় যেন শুধুমাত্র গেরুয়া পতাকা দেখা যায় । সময় এসেছে হিন্দুদের শক্তি প্রদর্শনের ।” তিনি এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার পরিকল্পনার কথাও জানান । ২৩ মার্চ বিকেলে বড় সমাবেশের আয়োজন করা হবে, তার আগে ৫টি মণ্ডলে তিনি কর্মীদের সঙ্গে ‘চা-চক্রে’ মিলিত হবেন । এছাড়াও, নন্দীগ্রামে রামমন্দির নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সোনাচূড়ায় সাড়ে তিন বিঘা জমিতে রামমন্দির তৈরি হবে । পরিকল্পনা জমা পড়েছে , কাজও শুরু হয়েছে ।’
❤ Support Us