Advertisement
  • এই মুহূর্তে
  • জুন ২৩, ২০২২

শারিরীক অবস্থা ভালো নয়। তরুণ মজুমদারকে দেখতে হাসপাতালে মমতা, বিমান আর কান্তি । বর্ষীয়ান পরিচালকের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড ।

আরম্ভ ওয়েব ডেস্ক
শারিরীক অবস্থা ভালো নয়। তরুণ মজুমদারকে দেখতে হাসপাতালে মমতা, বিমান আর কান্তি । বর্ষীয়ান পরিচালকের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড ।

সুপরিচিত চিত্র পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থার খোঁজ নিতে বৃহস্পতিবার এসএসকেএম ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, তরুণ মজুমদারের অবস্থা ভালো নেই।

যকৃতের সমস্যা নিয়ে কয়েকদিন আগে এসএসকেএম-এ ভর্তি হন সর্বজন শ্রদ্ধেয় পরিচালক, বয়স ৯২ । সুস্থ ছিলেন। আত্মজীবনী লিখেছেন বছর কয়েক আগে। নতুন ছবির খোঁজ-খবর রাখতেন । তাঁর রাজনৈতিক বিশ্বাস আলাদা, বামপন্থী ঘরানার মানুষ । রাজনৈতিক দূরত্ব সত্বেও মমতার জনমুখী কাজে তিনি মুগ্ধ। বর্ষীয়ান পরিচালক মমতারও অত্যন্ত শ্রদ্ধার পাত্র । রাজনৈতিক মতাভেদকে অগ্রাহ্য করে রাজ্যের মুখ্যমন্ত্রী আজ অসুস্থ পরিচালককে দেখতে হাসপাতালে ছুটে যান । এদিন প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক কান্তি গঙ্গোপাধ্যায়, প্রবীন সিপিএম নেতা বিমান বসু ও অন্যান্য বামপন্থীরা হাসপাতালে তরুন বাবুকে দেখে আসেন ।

বাংলার প্রবীণতম পরিচালকের চিকিৎসায় সরকার মেডিক্যাল বোর্ড তৈরি করেছে। দলে রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ সৌমিত্র ঘোষ, হৃদ্‌‌‌‌রোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল, নেফ্রোলজিস্ট অর্পিতা চৌধুরী, সিসিইউ বিশেষজ্ঞ অসীম কুণ্ডু।সত্যজিৎ, মূনাল সেন, ঋত্বিক ধটকের সমকালে সম্পূর্ণ আলাদা ধরনের মিষ্টি ছবি তৈরি করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তরুন মজুমদার। স্বতন্ত্র ধারার ছবি নির্মাণে তিনিই তাঁর তুলনা। ‘বালিকা বধূ’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘দাদার কীর্তি’, ‘ভালবাসা ভালবাসা’, ‘আলো’ ‘কাচের স্বর্গ’ তাঁর সর্বগ্রাহ্য চলচ্চিত্র । ছবি নির্মাণে পরীক্ষা-নিরীক্ষার চাইতে সহজবোদ্ধ চলচ্চিত্রের ভাষা তৈরি করতে জানতেন। কাহিনী শেষের দিকে অদ্ভূত মোড় নিত। অতি নাটকীয়তা নেই । দর্শকের চিন্তার সঙ্গে তাঁর ছবির জগৎ চমৎকার মিলে যেত। দর্শক নায়ক-নায়িকা ও কাহিনীর মধ্যে খুঁজে পেত নিজেকে। এজন্যই তাঁর ছবি সাধারণ মধ্যবিত্তের রুচিবোধের সহগামী ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!