শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
কেন্দ্রের দ্বিচারিতার জন্য রাজ্যে পিঁয়াজ দাম এখন কিল্লো প্রতি ৮০ থেকে ১০০ টাকা হয়েছে। বৃহস্পতিবার রাজ্য সরকারের বাজার বিষয়ক টাস্ক ফোর্স শহরের বিভিন্ন বাজার পরিদর্শনে যান। তার পর বাজার পরিদর্শন শেষে রাজ্যের বাজার বিষয়ক টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, ‘”কেন্দ্রীয় সরকার আমাদের সঙ্গে অন্যায় আচরণ করছে, দ্বিচারিতা করছে। নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের কো-অপারেটিভ এবং সিসিসিএ এই দুই সংস্থা পিয়াঁয়াজ বিক্রি করছে ৩০ টাকা দরে। আর কলকাতায় বিক্রি করছে ৫০ টাকা দরে। এর ফলেই পিঁয়াজের দাম বাড়ছে। এই বৈষম্য হওয়া উচিত নয়।”
রবীন্দ্রনাথ কোলে আরও জানান, “এই বিষয়টি রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য সরকারের অন্যান্য কর্তাদের জানানো হবে। কেন্দ্রের সঙ্গে আলোচনা করুক রাজ্য সরকার। শহরের পাশাপাশি জেলাগুলিতেও নজরদারি চলবে। আগামী ১৫ দিনের মধ্যেই পিঁয়াজের দাম নিয়ন্ত্রণে চলে আসবে।”
বৃহস্পতিবার রাজ্যের বাজার বিষয়ক টাস্ক ফোর্স দমদম, নাগেরবাজার থেকে শুরু করে বাগুইআটি, মানিকতলা সহ অন্যান্য বাজার পরিদর্শন করে পিঁয়াজ, রসুন, আদা,আলুর দামের খোঁজ নেন। টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, বাংলায় পিঁয়াজ চাষ হয় না। মহারাষ্ট্রের নাসিক থেকে রাজ্যের জন্য পিঁয়াজ আনতে হয়। নাসিকে ব্যবসায়ীরা এখন ধর্মঘট চালাচ্ছে। তাই সংকট তৈরি হয়েছে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34