Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২৭, ২০২৪

নরেন্দ্রপুর মন্মথনাথ বিদ্যামন্দিরের শিক্ষক-শিক্ষিকাদের উপর বহিরাগতদের হামলা, বেধরক মারধর

আরম্ভ ওয়েব ডেস্ক
নরেন্দ্রপুর মন্মথনাথ বিদ্যামন্দিরের শিক্ষক-শিক্ষিকাদের উপর বহিরাগতদের হামলা, বেধরক মারধর

নরেন্দ্রপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে শিক্ষক-শিক্ষিকাদের উপর বহিরাগতদের হামলা। প্রধান শিক্ষকের মদতে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বেধরক মারধর করল বহিরাগতরা, আক্রান্ত শিক্ষক-শিক্ষিকাদের এমনটাই অভিযোগ। মারের হাত থেকে বাদ গেলেন না শিক্ষিকারাও। পুরো হামলার ঘটনা সিসিটিভিতে ধরা থাকলেও কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি ঘটনার বেশ কয়েক ঘণ্টা পরও। এদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, “আমি খবরটা পেয়েছি। কাউকে ছাড়া হবে না।”

ঘটনার সূত্রপাত শনিবার স্কুল শুরুর পর। নরেন্দ্রপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে ক্লাস চলাকালীন আচমকা বেশ কয়েকজন বহিরাগত স্কুলে ঢুকে পড়ে। তারা স্কুলে ঢুকেই কোনও সময় না দিয়ে শিক্ষক-শিক্ষিকাদের কিল, চর,লাথি,ঘুসি মারতে থাকে। এমন সময় কোলাহল শুনে স্কুলের এক শিক্ষক ঘটনাস্থলে ছুটে এলে বহিরাগত দুস্কৃতীরা সেই শিক্ষককেও বেধরক মারতে শুরু করে।
ওই শিক্ষকের অভিযোগ, “স্কুলের প্রধান শিক্ষক দুর্নীতিতে জড়িত। তাঁর বিরুদ্ধে মামলা চলছে। তিনি মামলা তুলে নিতে শিক্ষক-শিক্ষিকাদের উপর চাপ দিচ্ছিলেন। হুমকি দেওয়া হচ্ছিল, মামলা তুলে না নিলে মারা হবে। সেই মারই আজ আমাদের দেওয়া হল।”
ওই শিক্ষকের আরও অভিযোগ, “পুলিশ সমস্ত ঘটনা দাঁড়িয়ে সব দেখেছে। বহিরাগত দুস্কৃতীদের দেখেও ধরেনি। আর যে শিক্ষক-শিক্ষিকা প্রধান শিক্ষকের পক্ষে তাঁদের কারও গায়ে একটা টোকাও দেয়নি দুস্কৃতীরা। এতেই প্রমাণ হয়ে যাচ্ছে কার ইন্ধনে দুস্কৃতীরা স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের মারার মতো নক্কারজনক ঘটনা ঘটালো।”

এদিকে নরেন্দ্রপুর মন্মথনাথ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক জানিয়েছেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ তা ভিত্তিহীন। কিছু নতুন শিক্ষক-শিক্ষিকা পুরনো শিক্ষক-শিক্ষিকাদের হেনস্থা করছে। এই ঘটনার পিছনে আমার মদতের অভিযোগ ভিত্তিহীন।”
এই ঘটনায় স্কুলের পড়ুয়ার হতচকিত হয়ে যায়। পুলিশ এসে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের স্কুল থেকে নিরাপদে বার করে দেয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!