Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২১, ২০২৩

সিরিজ নির্ণায়ক ম্যাচে আজ টপ অর্ডারের ব্যাটের দিকেই তাকিয়ে ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
সিরিজ নির্ণায়ক ম্যাচে আজ টপ অর্ডারের ব্যাটের দিকেই তাকিয়ে ভারত

প্রথম ম্যাচ জিতে একদিনের সিরিজে ভারত এগিয়ে গেলেও দ্বিতীয় ম্যাচে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ পার্লে সিরিজ নির্ণায়ক ম্যাচে নামছে দুই দল। সিরিজ জয়ের জন্য টপ অর্ডারের ব্যাটারদের রানের দিকেই তাকিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

সিরিজের প্রথম দুটি ম্যাচে রান পাননি ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। তবে ওন্য ওপেনার সাই সুদর্শন দুটি ম্যাচেই হাপ সেঞ্চুরি করেছিলেন। আগের ম্যাচে শ্রেয়স আয়ার না খেলায় তিন নম্বরে নামার সুযোগ হয়েছিল তিলক ভার্মার। তিনিও নিজেকে মেলে ধরতে ব্যর্থ। সুদর্শন ও লোকেশ রাহুলের জন্যই ভারত ২১১ রানে পৌঁছতে পেরেছিল। সঞ্জু স্যামসন, রিঙ্কু সিংরাও ব্যর্থ। ফলে সিরিজ জিততে গেলে টপ অর্ডারকে বড় রান করতেই হবে।

অভিষেক ম্যাচে রিঙ্কু সিং ব্যর্থ হলেও আজ হয়তো আরও একটা সুযোগ পাবেন। তবে রজত পতিদারকে খেলানোর পরিকল্পনাও মাথায় ঘুরপাক খাচ্ছে টিম ম্যানেজমেন্টের। সঞ্জু স্যামসনকে বসানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, লোকেশ রাহুল উইকেটকিপারের দায়িত্ব পালন করছেন। বোলিংয়েও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগের দুটি ম্যাচেই প্রথম একাদশে ছিলেন কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। আজ কুলদীপ যাদবের জায়গায় যুজবেন্দ্র চাহালকে খেলানো হতে পারে। কারণ, দক্ষিণ আফ্রিকা সফরে শুধুমাত্র একদিনের সিরিজেই দলে রয়েছেন চাহাল।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের দেশের মাটিতে ভারত শেষ একদিনের সিরিজ জিতেছিল ২০১৮ সালে। ওটাই দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের একমাত্র সিরিজ জয়। তারপর আর সিরিজ জেতেনি। ৫ বছর পর আবার ভারতের সামনে সিরিজ জয়ের হাতছানি। তবে পার্লের বোল্যান্ড পার্কের পরিসংখ্যান ভারতের অনুকূল নয়। ২০১৭ সাল থেকে এই মাঠে একবারও ভারত জেতেনি। গত বছর জানুয়ারিতে দুটি ম্যাচেই ভারতকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সিরিজ নির্ণায়ক ম্যাচে প্রথম একাদশ অপরিবর্তিত রেখেই মাঠে নামছে প্রোটিয়ারা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!