- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২৫, ২০২৪
মিশন টি২০ বিশ্বকাপ, আজ মার্কিন মুলুকে উড়ে যাচ্ছেন রোহিত শর্মারা

টি২০ বিশ্বকাপ খেলতে আজই মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে যাচ্ছে ভারত। যদিও গোটা দল এই মুহূর্তে মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছে না। অধিনায়ক রোহিত শর্মাসহ বেশ কয়েকজন ক্রিকেটার প্রথম দফায় যাচ্ছেন। ক্রিকেটারদের সঙ্গে হেড কোচ রাহুল দ্রাবিড়সহ সব সাপোর্ট স্টাফরাও যাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে নিউ ইয়র্কে ঘাঁটি গাড়বে ভারত।
এখনও আইপিএল ফাইনাল শেষ হয়নি। যে ফ্র্যাঞ্চাইজিগুলো বিদায় নিয়েছে, সেই দল থেকে ডাক পাওয়া ক্রিকেটাররা প্রথম দফায় মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে যাচ্ছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, প্রথম দফায় যাচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা, সহ–অধিনায়ক হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজারা। তবে বিরাট কোহলি প্রথম দফায় যাচ্ছেন না।
২৭ মে দ্বিতীয় দফায় বেশ কয়েকজন ক্রিকেটার যাবেন। বিরাট কোহলির দ্বিতীয় দফায় যাওয়ার কথা। তাঁর সঙ্গে সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, যুজবেন্দ্র চাহাল, রিজার্ভে থাকা শুভমান গিল, আবেশ খান, রিঙ্কু সিং, খলিল আমেদরা যাবেন। টি২০ বিশ্বকাপের আগে বাংলাদেশের বিরুদ্ধে একটাই মাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ১ জুন বিশ্বকাপ শুরু। যদিও ভারতীয় দলের ক্রিকেটাররা আইপিএলের ক্লান্তি কাটানোর সুযোগ পাবেন। ৫ জুন ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ৯ জুন মেগা ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
বাইশ গজে বহুবছর আগেই প্রযুক্তি নিয়ে এসেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এবার সম্প্রচারে অন্য এক প্রযুক্তির ব্যবহার করতে চলেছে। আসন্ন টি২০ বিশ্বকাপে আইসিসি টিভিতে অভিষেক ঘটতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (এআই)। বিশ্ব ক্রিকেট প্রথম এই ধরণের প্রযুক্তির সাহায্যে ভার্টিক্যাল ফিড পাবে।
গতবছর বিশ্বকাপেও ভার্টিক্যাল ফিডের ব্যবস্থা করেছিল আইসিসি। আইসিসি টিভি–তে ৯:১৬ অনুপাতে কভারেজে সাফল্য পেয়েছিল। সেই সাফল্যের কথা মাথায় রেখে এবার নিজস্ব টিভিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ভার্টিক্যাল ফিডের ব্যবস্থা করেছে। মোবাইলে খেলা দেখার ক্ষেত্রে অন্যরকম অনুভূতি পাবেন দর্শকরা। ম্যাচের শুরু, বিরতিতে ও শেষে বিশেষ শো–র ব্যবস্থা করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে।
❤ Support Us