Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৩, ২০২৩

রাসেলকে রাখছে না নাইট রাইডার্স, ক্রিকেটার অদলবদল রাজস্থান–লখনউর

আরম্ভ ওয়েব ডেস্ক
রাসেলকে রাখছে না নাইট রাইডার্স, ক্রিকেটার অদলবদল রাজস্থান–লখনউর

২০২৪ আইপিএলের জন্য ১৯ ডিসেম্বর দুবাইতে নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগেই বিভিন্ন ফ্র‌্যাঞ্চাইজি পুরনো ক্রিকেটারদের ছেড়ে দিয়ে তালিকা চূড়ান্ত করা শুরু করেছে। যেহেতু নিলামের মাধ্যমে দল শক্তিশালী করা যাবে, তাই পুরনো ক্রিকেটারদের ছেড়ে দেওয়াটা একটা নতুন কৌশল। ইতিমধ্যেই কয়েকটা ফ্র‌্যাঞ্চাইজি বেশ কয়েকজন পুরনো ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। আবার কয়েকটা ফ্র‌্যাঞ্চাইজি সরাসরি ক্রিকেটার অদলবদলের রাস্তায় হেঁটেছে।
গত মরশুমে আবেশ খান খেলেছিলেন লখনউ সুপার জায়ান্টসের জার্সি গায়ে। আর দেবদত্ত পাড়িক্কল খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে। এই দুই ফ্র‌্যাঞ্চাইজি ক্রিকেটার বদলের চুক্তিতে এগিয়ে এসেছে। দেবদত্ত পাড়িক্কলকে ছেড়ে দিয়ে লখনউ থেকে আবেশ খানকে নিচ্ছে রাজস্থান রয়্যালস। দেবদত্ত পাড়িক্কলকে নেওয়ায় লখনউ সুপার জায়ান্টসের মিডল অর্ডার আরও শক্তিশালী হল। অন্যদিকে ২০২২ মরশুমে লখনউ সুপার জায়ান্টসের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি আবেশ খান গতবছর ভাল ফর্মে ছিল না। তাই তাঁকে ছেড়ে দেওয়া হল।
দীর্ঘদিন আন্দ্রে রাসেলের ওপর নির্ভর করেছিল কলকাতা নাইট রাইডার্স। গত আইপিএলেও তাঁর দিকে তাকিয়ে ছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু দলকে একেবারেই সাহায্য করতে পারেননি এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। তাঁকে নিয়ে মোহভঙ্গ ঘটেছে। রাসেলকে এবছর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাসেলের পাশাপাশি এন জগদীশন, মনদীপ সিং, লকি ফার্গুসন, ডি উইসেকেও ছেড়ে দিচ্ছে নাইট রাইডার্স কর্তৃপক্ষ।
গত মরশুমে অনেক প্রত্যাশা নিয়ে বেন স্টোকসকে সই করিয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু ইংল্যান্ডের এই অলরাউন্ডার সেভাবে সাহায্য করতে পারেনি চেন্নাইকে। তাই এই মরশুমে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। তেমনই দিল্লির হয়ে প্রত্যাশা পূরণে ব্যর্থ পৃথ্বী শ ও মণীশ পান্ডে। এই দুই ব্যাটারকে এবার ছেড়ে দিচ্ছে দিল্লি ক্যাপিটালস। গুজরাট টাইটান্স ছেড়ে দিচ্ছে যশ দয়াল, দাসুন শনাকা, ওডিয়েন স্মিথ, প্রদীপ সাঙ্গোয়ান এবং উর্ভিল প্যাটেলকে।
লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দিচ্ছে মার্কাস স্টইনিস, এভিন লুইস, কাইল জেমিসন, কৃষ্ণাপ্পা গৌতম, এইডেন মার্করামকে। মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিচ্ছে জয়দেব উনাদকাট, ঈশান কিষাণ, মুরুগান অশ্বিন, রিলে মেরিডিথ, পীযূশ চাওলা ও সন্দীপ ওয়ারিয়রকে। পাঞ্জাব কিংস ছেড়ে দিচ্ছে হরপ্রীত ভাটিয়া, ঋষি ধাওয়ান, ভানুকা রাজাপক্ষে, ম্যাথু শর্ট, রাজ অঙ্গদ বাওয়াকে। অন্যদিকে রাজস্থান রয়্যালস ছাড়ছে জেসন হোল্ডার, জো রুট, কেসি কাড়িয়াপ্পাকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছাড়ছে হর্ষল প্যাটেল, দীনেশ কার্তিক, ফিন অ্যালেন ও অনুজ রাওয়াতকে। সানরাইজার্স হায়দারাবাদ ছেড়ে দিচ্ছে হ্যারি ব্রুককে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!