Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১২, ২০২৪

টেকনো ইন্ডিয়া গ্রুপের আন্তঃস্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ‘‌টেকনো অলিম্পিকা নাইটস’ উদ্বোধনে অলিম্পিয়ান অঞ্জুম মদগিল

আরম্ভ ওয়েব ডেস্ক
টেকনো ইন্ডিয়া গ্রুপের আন্তঃস্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ‘‌টেকনো অলিম্পিকা নাইটস’ উদ্বোধনে অলিম্পিয়ান অঞ্জুম মদগিল

শুরু হল টেকনো ইন্ডিয়া গ্রুপ আয়োজিক আন্তঃস্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ‘‌টেকনো অলিম্পিকা নাইটস’‌। বুধবার সল্টলেকের সেক্টর ফাইভের টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিযোগিতার উদ্বোধন করেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো–চেয়ারপার্সন অধ্যাপিকা মানসী রায়চৌধুরী। হাজির ছিলেন অলিম্পিয়ান শুটার অঞ্জুম মদগিল।
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা মার্চ পাস্টে অংশ নেয়। এরপর প্রদীপ জ্বালিয়ে ও পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো–চেয়ারপার্সন অধ্যাপক মানসী রায়চৌধুরী ও অলিম্পিয়ান শুটার অঞ্জুম মদগিল। উদ্বোধনী অনুষ্ঠানে অফিসিয়াল থিম সং পরিবেশন করা হয়। মানসী রায়চৌধুরী, অঞ্জুম মদগিল ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘদূত রায়চৌধুরী, চিফ ইনোভেশন অফিসার, টেকনোর লা ইন্ডিয়া গ্রুপ, এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই নিয়ে চতুর্থবার ‘‌টেকনো অলিম্পিকা নাইটস’ আয়োজন করছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। গোটা রাজ্যের ১০৫টি স্কুলের ১৭০০ জনেরও বেশি ছাত্রছাত্রী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশ নেবে। সব শিক্ষা বোর্ডের স্কুলের জন্য এই প্রতিযোগিতা উন্মুক্ত। ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিযোগিতা চলবে। প্রতিযোগিতায় ‌অংশগ্রহণ গ্রহনের জন্য স্কুলগুলিকে কোনও প্রবেশমূল্য দিতে হচ্ছে না। আগের সংস্করণগুলির মতোই সেরা ৪ স্কুলকে পদক তালিকার ভিত্তিতে পুরস্কৃত করা হবে। সেরা স্কুল ট্রফি ছাড়াও পাবে ৫০ হাজার টাকা। দ্বিতীয় স্থানাধিকারী পাবে ৩০ হাজার, তৃতীয় স্থানাধিকারী পাবে ২০ হাজার ও চতুর্থ স্থানাধিকারী পাবে ৫ হাজার টাকা।
এবারের প্রতিযোগিতায় ছাত্র ও ছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের ইভেন্ট থাকছে। এর মধ্যে রয়েছে তীরন্দাজি, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ডিসকাস থ্রো, ফুটবল, ফ্রিস্টাইল সাঁতার, ফ্রিস্টাইল রিলে সাঁতার, দৌড়, কাবাডি, লং জাম্প, রিলে রেস, টেবিল টেনিস এবং ভলিবল। টেকনো ইন্ডিয়ার সল্টলেক ক্যাম্পাস, কলকাতার সাই কেন্দ্র, স্পাডি ব্যাডমিন্টন অ্যাকাডেমি, এইচএ ব্লক টেবিল টেনিস অ্যাকাডেমি, সুভাষ সরোবর সুইমিং পুলসহ শহর জুড়ে বিভিন্ন জায়গা এই ইভেন্টগুলি অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার উদ্বোধন করে টেকনো ইন্ডিয়া গ্রুপের কো–চেয়ারপার্সন অধ্যাপক মানসী রায়চৌধুরী বলেন, ‘‌টেকনো অলিম্পিকা নাইটস হল একটা প্ল্যাটফর্ম যা পশ্চিমবঙ্গের তরুণ ক্রীড়াবিদদের একত্রিত করার জন্য এবং ক্রীড়াবিদ ও সুস্থ প্রতিযোগিতার মনোভাবকে উৎসাহিত করার জন্য অন্যতম সেরা জায়গা। এবছর আমাদের সঙ্গে আরও স্কুল ও ছাত্রছাত্রী যোগদান করছে। টেকনো ইন্ডিয়া গ্রুপে আমরা শুধুমাত্র একাডেমিক উৎকর্ষতাই নয় বরং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার প্রতিও বিশ্বাসী। খেলাধুলা চরিত্র গঠনে, শৃঙ্খলা স্থাপনে এবং টিমওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা জীবনে সাফল্যের জন্য প্রয়োজনীয় গুণাবলী। টেকনো অলিম্পিকা নাইটসের মাধ্যমে আমরা প্রত্যেক শিক্ষার্থীকে বড় স্বপ্ন দেখতে এবং খেলাধুলার রূপান্তরকারী শক্তিকে আলিঙ্গন করতে উৎসাহিত করতে চাই। ইভেন্টের লক্ষ্য খেলাধুলাকে তুলে ধরাও। যেটি প্রায়শই তাদের প্রাপ্য মনোযোগ পায় না।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!