Advertisement
  • দে । শ বৈষয়িক
  • সেপ্টেম্বর ২১, ২০২৩

বহুমুখী দক্ষতা বাড়িয়ে তুলবে টেকনোর ক্রীড়া বিশ্ববিদ্যালয়। স্পেন সরকারের সঙ্গে আলোচনা সত্যম রায়চৌধুরীর। সহায়তা করবে লা লিগা সহ একাধিক বিশেষজ্ঞা গোষ্ঠী

চূঁচুড়ায় গড়ে উঠছে প্রশস্ত ক্যাম্পাস। ২৪-২৫ শিক্ষাবর্ষে শুরু হবে ক্লাস

আরম্ভ ওয়েব ডেস্ক
বহুমুখী দক্ষতা বাড়িয়ে তুলবে টেকনোর ক্রীড়া বিশ্ববিদ্যালয়। স্পেন সরকারের সঙ্গে আলোচনা সত্যম রায়চৌধুরীর। সহায়তা করবে লা লিগা সহ একাধিক বিশেষজ্ঞা গোষ্ঠী

রাজ্যের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি হতে চলেছে চুঁচুড়ায়। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে, ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে। এই বিশ্ববিদ্যালয়ের দক্ষতা বাড়াতে লা লিগা–সহ‌ একাধিক বিশেষজ্ঞ গোষ্ঠীর সহায়তা নেবে টেকনো ইন্ডিয়া গ্রুপ। এই ব্যাপারে লা লিগা থেকে শুরু করে স্পেন সরকারের সঙ্গে কথা হয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরীর।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে স্পেন সফরে গিয়েছিলেন সত্যম রায়চৌধুরি। রাজ্যে প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আন্তর্জাতিক মানের উৎকর্ষতা নিয়ে আসতে লা লিগা থেকে শুরু করে স্পেনের আইসিইএক্স গোষ্ঠীর সঙ্গেও তিনি কথা বলেন। বিভিন্ন বিভাগে এই গোষ্ঠীর দক্ষতা ব্যবহার করার জন্য রাজ্যের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রয়োজনীয় চুক্তি হবে।

সত্যম রায়চৌধুরী বলেন, ‘‌চুঁচুড়ায় ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের কাজ পুরোদমে চলছে। ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ক্লাস শুরু হয়ে যাবে।’‌ তিনি আরও জানান, ব্রিটেনের লিডস ব্রোকেট ইউনিভার্সিটিতে গিয়ে দেখেছিলেন শুধু প্রশিক্ষণ নয়, একজন ক্রীড়াবিদের পেশিশক্তি, প্রতিটি পদক্ষেপ, শরীর ও অঙ্গপ্রত্যঙ্গের প্রত্যেকটি নড়াচড়ার ওপর নজর রাখার জন্য আলাদা আলাদা তথ্যপ্রযুক্তি নির্ভর ব্যবস্থা রয়েছে। তখনই তিনি ঠিক করেন বাংলায় একটা ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে।

যে শহরে তাঁর জন্ম, বেড়ে ওঠা সেই চুঁচুড়াতেই রাজ্যের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করবেন বলে মনস্থির করেন সত্যম রায়চৌধুরি। ঠিক হয়েছে প্রত্যেক জেলায় একটি করে প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকবে কেন্দ্রগুলি। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের ২৬ জানুয়ারি রেড রোডের অনুষ্ঠানে এই ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই সত্যম রায়চৌধুরি লা লিগার সঙ্গে আলোচনা করেন। এই সংস্থাটি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রশিক্ষক দেবে। মাস্টার প্ল্যানও তৈরি করে দেবে। এই ব্যাপারে স্পেন সরকারের সঙ্গে কথা হয়েছে। তারাও সব রকম সহযোগিতার বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে। আইসিইএক্স সংস্থার ডিরেক্টর জো ইগ্নাসিও পাভেদের সঙ্গেও কথা হয়েছে সত্যম রায়চৌধুরির।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!