Advertisement
  • ভা | ই | রা | ল
  • এপ্রিল ১৩, ২০২২

কিশোরের দেহে লম্বা লেজ, পরিবারের বিশ্বাস পুনর্জন্ম হয়েছে স্বয়ং বজরংবলীর

আরম্ভ ওয়েব ডেস্ক
কিশোরের দেহে লম্বা লেজ, পরিবারের বিশ্বাস পুনর্জন্ম হয়েছে স্বয়ং বজরংবলীর

নেপালের কিশোর দেশান্ত অধিকারী। জন্মের পরে পরেই তার মা বাবা লক্ষ করেন, তার মেরুদণ্ডের নিচের অংশ অর্থাৎ কক্সিস থেকে একটি রোমশ লেজ বেরিয়েছে। এহেন অদ্ভুত বৈশিষ্ট্য নিয়ে স্বাভাবিকভাবেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। ছেলেকে নিয়ে একাধিক চিকিৎসক ও হাসপাতালের দ্বারস্থ হন দেশান্তের মা বাবা। কিন্তু এসবের মধ্যেই তাঁদের একেবারে উলটো কথা বলেন এক স্থানীয় পুরোহিত। পুরোহিত বলেন, চিকিৎসার কোনও প্রয়োজন নেই। কারণ, দেশান্ত আসলে হিন্দু পুরাণের দেবতা হনুমানের পুনর্জন্ম। এ কথা ওই হিন্দু পরিবারটিকে রীতিমতো আনন্দিত করে তোলে। আর তারপর থেকেই দেশান্তর পরিবার চিকিৎসকদের পরামর্শ নেওয়া বন্ধ করে দেন ।

কিশোর জানিয়েছেন, প্রথম প্রথম লেজ নিয়ে সে নিজে বিব্রত বোধ করত। কিন্তু এখন সয়ে গেছে। বরং নিজেই সগর্বে লেজটি সকলকে দেখায়। সোশ্যাল মিডিয়াতেও লেজের ছবি বা ভিডিও পোস্ট করতে আপত্তি নেই তার। অনেকেই তাকে হনুমান বলে ডাকে বলেও জানিয়েছে সে। নেপালের বাসিন্দা ওই যুবকের বয়স ১৬ বছর। বয়সের সঙ্গে সঙ্গে বাড়ছে তার লেজটিও। এখন তার লেজের দৈর্ঘ্য ৭০ সেন্টিমিটার।

বিজ্ঞানীরা মনে করেন, বিবর্তনের এক পর্যায়ে মানুষের শরীর থেকে বিদায় নিয়েছিল লেজ। কিন্তু যুবকটির বেলায় অন্যরকম । লেজ যেন আবার আসিছে ফিরে। আর সেই লেজটিকেই দেবত্বের প্রতীক বলে মনে করে বসেছেন ভক্তরা। এই কিশোর আসলে কোনও সাধারণ মানুষ নয়, বরং খোদ পবনপুত্র হনুমানই পুনর্জন্ম নিয়েছেন ওই কিশোরের মধ্যে দিয়ে, এমনই বিশ্বাসই ধীরেধীরে অটলহচ্ছে তার পরিবার-পরিজনদের মধ্যে । কিশোরের লেজের ছবির সঙ্গে সঙ্গে দেবত্বের বিশ্বাসের কথাও ক্রমশ ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

 

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!