- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জানুয়ারি ৯, ২০২৪
১৪০টি ভাষায় গান গেয়ে গিনেস বুকে নাম তুললেন সুচেতা সতীশ
দুবাইয়ে একটি কনসার্টে ১০০টিরও বেশি ভাষায় গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন এক ভারতীয় কিশোরী। কেরালার ১৮ বছর বয়সী সুচেতা সতীশ নামে ওই কিশোরী ২৪ নভেম্বর দুবাইয়ে জলবায়ু ইভেন্টের জন্য কনসার্টের সময় রেকর্ড গড়েন। ওই কনসার্টে মোট ১৪০টি ভাষায় গান গেয়েছিলেন।
গত সপ্তাহে নিজের রেকর্ডের খবরটি ইনস্টাগ্রামে শেয়ার করেন সুচেতা। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “ঈশ্বরের কৃপায়, আমি কনসার্টের সময় ২৪ নভেম্বর ৯ ঘন্টার মধ্যে ১৪০টি ভাষায় গান গেয়ে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছি। খবরটি ভাগ করে আনন্দিত। শুভেচ্ছা এবং সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ।”
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুচেতা বলেন, “একজন বহুভাষিক সঙ্গীতশিল্পী হিসাবে ‘মিউজিক বিয়ন্ড বর্ডারস’ জলবায়ু সংরক্ষণ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে আমি কী করতে পারি তা ভেবেছিলাম এবং এভাবেই আমরা এই কনসার্ট করেছিলাম।”
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সরকারিভাবে সুচেতা সতীশের রেকর্ড স্বীকৃতি দিয়েছে। ওয়েবসাইটে লিখেছে, “এটা একটা কনসার্টে সর্বাধিক ভাষায় গান গাওয়ার রেকর্ড। দুবাইয়ে জলবায়ু ২৮ সম্মেলনে যোগদানকারী ১৪০টি দেশের প্রতিনিধিত্ব করার জন্য প্রতীকীভাবে ১৪০টি ভাষা বেছে নেওয়া হয়েছিল”। সুচেতা সতীশকে তাঁর কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে দুবাইতে ভারতের কনস্যুলেট জেনারেল “এক্স” হ্যাণ্ডেলে লিখেছেন, “একটা কনসার্টে ১৪০টি ভাষায় গান গেয়ে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপনে অসাধারণ কৃতিত্বের জন্য সতীশ সুচেতাকে অভিনন্দন। এগিয়ে যাও।”
২০১৮ সালে সুচেতা সতীশ দুবাইয়ের ভারতীয় কনস্যুলেট অডিটোরিয়ামে ১০২টি ভাষায় গান করে বিশ্ব রেকর্ড স্থাপন করেছিলেন। এরপর ২০২১ সালে তিনি “মিউজিক বিয়ন্ড বর্ডারস” নামের একটা অনুষ্ঠানে ১২০টি ভাষায় গান গেয়ে নিজের রেকর্ড ভেঙে দিয়েছিলেন। শীর্ষে ছিলেন।
সুচেতা সতীশ নিজের পছন্দের গান বেছে নিয়ে গানের কথাগুলি পরীক্ষা করেন এবং গুগল অনুবাদের মাধ্যমে এর অর্থ বোঝেন৷ যদিও তিনি ভাষাগুলি জানেন না, তবে নির্দিষ্ট গানটি তিনি নিখুঁত ভাবে গেয়ে যান।
❤ Support Us