- এই মুহূর্তে
- জুন ২৩, ২০২২
উত্তরপ্রদেশে আবার দুর্ঘটনা। হরিদ্বার থেকে ফেরার পথে গাছে ধাক্কা ট্রাকের, মৃত ১০ পুণ্যার্থী

ছবি: সংগৃহীত ।
বৃহস্পতিবার ভোরে উত্তরপ্রদেশে জাতীয় সড়কে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা । হরিদ্বার থেকে ফেরা পূণ্যার্থী ভর্তি একটি ট্রাক রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে । ট্রাকের গতি বেশি থাকায় ঘটননাস্থলেই মৃত্যু হয় ১০ জনের । আহত হয়েছেন ৭ জন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বরেলির হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা হাসপাতালে চিকিৎসা চলছে বাকি ৫ জনের। নিহত ও আহতদের পরিবারকে খবর দিয়েছে স্থানীয় প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৭ জন পূণ্যার্থী একটি ট্রাক ভাড়া করে হরিদ্বারে গিয়েছিলেন। তীর্থ থেকে এদিন ফিরছিলেন তাঁরা। উত্তরপ্রদেশেরই লখিমপুরে যাচ্ছিল ট্রাকটি। ভোর সাড়ে চারটে নাগাদ পিলভিটে আচমকা জাতীয় সড়কের পাশের একটি বড়সড় গাছে ধাক্কা মারে ট্রাকটি। তাতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়।
ঘটনাটি ঘটেছে গজরাউলা থানা এলাকায়। পিলভিটের জেলাশাসক জানিয়েছেন, নিহত ও আহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ভোরে কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবে কোনওভাবে দুর্ঘটনাটি ঘটে। এছাড়াও গাড়িটি অতিরিক্ত গতিতে ছিল বলেও মনে করা হচ্ছে। এরফলেই কোনওভাবে ব্রেক ফেল করে জাতীয় সড়কের পাশের গাছটিতে ধাক্কা লাগে ট্রাকটির। তাতেই ভয়ংকর কাণ্ড ঘটে যায়। চালকের অসতর্কতার কারণেও দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে বলছে পুলিশ।
গত মাসেই উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৮ জনের। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছিলেন ৩ জন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মেরেছিল একটি জিপ। সঙ্গে সঙ্গে সেটি দুমরে-মুচড়ে যায়। দ্রুত স্থানীয়রা গিয়ে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পুলিশ।
❤ Support Us