Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১৯, ২০২৪

‌ডার্বি নিয়ে উত্তেজনা তুঙ্গে। ‘‌জাস্টিস ফর আরজি কর’‌ দাবিতে ফের মানব বন্ধন

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ডার্বি নিয়ে উত্তেজনা তুঙ্গে। ‘‌জাস্টিস ফর আরজি কর’‌ দাবিতে ফের মানব বন্ধন

আজ আইএসএলে মরসুমের প্রথম ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। শেষ ম্যাচে মহমেডানকে উড়িয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে মোহনবাগান। অন্যদিকে, আইএসএলে এখনও জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। আত্মবিশ্বাস একেবারে তলানিতে। ডার্বি থেকেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে লালহলুদ ব্রিগেড। মরশুমের প্রথম ডার্বি ঘিরে উত্তেজনা তুঙ্গে। আজ ডার্বি ম্যাচে আগে আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদের ঝড় উঠছে। প্রতিবাদে সামিল হতে চলেছেন দুই দলের সমর্থকরা।

চলতি মরশুমে পরপর পাঁচটি ম্যাচ হারার পর কোচের পদ থেকে পদত্যাগ করেন কার্লেস কুয়াদ্রাত। তারপরই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বিনো জর্জকে দায়িত্ব দেন ইস্টবেঙ্গল কর্তারা। তাঁর কোচিংয়েও হারতে হয়েছে লালহলুদকে। আগের ম্যাচে জামশেদপুর এফসি–র বিরুদ্ধে দুর্দান্ত খেলেই হেরেছিল ইস্টবেঙ্গল। মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে অবশ্য ইস্টবেঙ্গল রিজার্ভ বেঞ্চে বসবেন নতুন কোচ অস্কার ব্রুজো। আজ, শনিবার সকালেই তিনি কলকাতায় এসে পৌঁছেছেন।

অস্কার ব্রুজোর অবশ্য আইএসএলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। তাঁকে ঘিরেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল। ভিসা সমস্যার জন্য তিনি আগে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। তবে স্পেনে বসেই তিনি অন্তর্বর্তীকালীন কোচ বিনো জর্জকে পরামর্শ দিয়েছেন। ব্রুজোর পরামর্শমতোই ডার্বির জন্য দলকে তৈরি করেছেন বিনো জর্জ। ইস্টবেঙ্গলের হেড কোচ হওয়ার পর দেশে বসেই ব্রুজো মোহনবাগানের খেলা খুঁটিয়ে দেখেছেন। সেইভাবেই বিনোকে পরামর্শ দিয়েছেন।

ডার্বিতে মাঠে নামার আগে বিনো জর্জ বলেছেন,‘‌আমরা গত কয়েক দিনে নিজেদের ভুলগুলো শোধরানোর চেষ্টা করেছি। এবার সেগুলি ম্যাচে কার্যকর করতে হবে। আশা করি সেটা পারব। আমার কাজ দলের ছেলেদের মোটিভেট করা, সেটা করেছি। ফুটবলাররা জানেন কী করণীয়। তাঁদের প্রতি আস্থা আছে। আক্রমণ তুলে আনলেও গোল হচ্ছে না। এই সমস্যা মেটাতে হবে।’‌

ডার্বি নিয়ে মোহনবাগান সমর্থকদের মধ্যেও উত্তেজনা তুঙ্গে। আইএসএলে এখনও ইস্টবেঙ্গলের কাছে হারেনি সবুজমেরুন ব্রিগেড। সেই ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া। আইএসএলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মোট ৮বার মুখোমুখি হয়েছে। ৭টি ম্যাচে জিতেছে মোহনবাগান। ১টি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ আইএসএলে মোহনবাগানকে এখনও হারানোর স্বাদ পায়নি ইস্টবেঙ্গল। মোট গোল হয়েছে ২৫টি গোল। মোহনবাগান ২০টি গোল করেছে। ইস্টবেঙ্গল করেছে পাঁচটি গোল। গত মরশুমে আইএসএলের প্রথম লেগের ডার্বিতে ২–২ ড্র হয়েছিল। দ্বিতীয় লেগের ডার্বিতে ৩–১ গোলে জিতেছিল মোহনবাগান।

এদিকে, আজ ডার্বি ম্যাচে আগে আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদের ঝড় উঠতে পারে। ‘‌জাস্টিস ফর আর জি কর’‌ স্লোগানে উত্তাল হবেন দুই দলের সমর্থকরা। রুবি মোড় থেকে উল্টোডাঙ্গা মোড় পর্যন্ত হবে মানব বন্ধন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!