Advertisement
  • দে । শ
  • মে ৬, ২০২৩

দেশে ফিরে সাংবাদিক বৈঠক করলেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, এসসিও বৈঠকে জয়শঙ্কর তুলেছেন সন্ত্রাস প্রসঙ্গ, কাঠগড়ায় পাকিস্তান, সাংবাদিক বৈঠকে প্রত্যুত্তর বিলাওয়ালের

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশে ফিরে সাংবাদিক বৈঠক করলেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, এসসিও বৈঠকে জয়শঙ্কর তুলেছেন সন্ত্রাস প্রসঙ্গ, কাঠগড়ায় পাকিস্তান, সাংবাদিক বৈঠকে প্রত্যুত্তর বিলাওয়ালের

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও-র বৈঠক থেকে দেশে ফিরে সাংবাদিক বৈঠক করলেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানকে ইতিমধ্যেই সন্ত্রাসে মদত দেওয়ার দায়ে কাঠগড়ায় তুলেছেন। জয়শঙ্কর বলেছেন, আক্রান্ত এবং চক্রীদের সন্ত্রাস নিয়ে  একসঙ্গে আলোচনায় বসার কোনও প্রশ্নই নেই।

কোনও পাক প্রধানমন্ত্রী ৬ বছর পরে ভারতে এলেন। এরপরে ভারত-পাক সম্পর্কের গতি কী হয়, সেটা আগামীদিনের বিষয়।  পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি সাংবাদিক বৈঠকে জয়শঙ্করের মন্তব্যের বিরোধিতা করলেও সরাসরিই কিছুই বললেন না। তিনি বলেছেন, উনি (জয়শঙ্কর) যা বলেছেন, সেটা ওঁর ইচ্ছা। বিলাওয়ালের প্রশ্ন, আমাকে কি কখনও সন্ত্রাসীদের সঙ্গে ওঠাবসা করতে দেখা গিয়েছে?

সাংবাদিক বৈঠক করে বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, ভারতে আমি যা বলেছি, তা পুরোপুরিভাবে রেকর্ড করা আছে। যে অনিশ্চয়তার বাতাবরণ সৃষ্টি হয়েছে, তা মিথ্যা প্রচার। এই ভুয়ো প্রচার কেবলমাত্র আমার উপস্থিতিতে ব্যর্থ হয়েছে শুধু তাই নয়, আমি যদি কিছু নাও বলতাম, তাহলেও গোয়াতে আমার উপস্থিতিই যথেষ্ট ছিল। আর আমি যা বলছি, তা শুধুমাত্র ভারতের প্রেক্ষিতেই নয়, যারা পাকিস্তানকে সন্ত্রাসবাদের সঙ্গে মিলিয়ে দেখছে, এদের সকলেই ভুয়ো প্রচারের শিকার ছিল। গোয়াতে আমার উপস্থিতির পরে ওদের সেই মনোভাব আর নেই।

সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের প্রসঙ্গ টেনে এনে পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, উনি বলেছেন, সন্ত্রাসবাদে আক্রান্ত এবং চক্রীদের মধ্যে আলোচনা হতে পারে না। আমার রাজনৈতিক জীবনে এপর্যন্ত কি আমাকে সন্ত্রাসবাদীদের সঙ্গে বসতে দেখা গিয়েছে? কূটনৈতিক স্তরে সন্ত্রাসবাদকে অস্ত্র হিসেবে ব্যবহার করার কোনও যৌক্তিকতা নেই।

ভারত নিজের অবস্থানে অবশ্য অনড়। ভারতের বক্তব্য, পাকিস্তানের প্রতি রাজনৈতিক এবং কূটনৈতিক স্তরে ভারতের অবস্থান পাল্টায়নি। পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিষয়টাকে ভারত সাফল্য হিসেবে মনে করছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিবৃতি দিয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা পেশ করে এই অভিযোগও করেছেন, কোনও কিছুকে অস্ত্র হিসেবে ব্যবহার করাটা আদতে এক ধরনের মনোভাব। লক্ষ্য পাকিস্তানই।

পাকিস্তানও মনে করছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল সফল ভূমিকা পালন করেছেন। বিলাওয়াল নিজেই এই দাবি তুলেছেন।

গোয়াতে এসসিও-র পার্শ্ববৈঠকে বিলাওয়াল জম্মুকাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা নিয়ে যে বক্তব্য রেখেছেন তার বিরোধিতা করেন জয়শঙ্কর। জয়শঙ্করের অভিযোগ, এতে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘিত হয়েছে। বিলাওয়ালের প্রতি জয়শঙ্করের এও পরামর্শ, জেগে ওঠুন, ধূমায়িত কফির আঘ্রাণ নিন। ৩৭০ ধারা ইতিহাস রচনা করেছে।

এই আবহে পাকিস্তান সরকার ঘোষণা করেছে, ধৃত অন্তত ৬০০জন ভারতীয় নাগরিক মৎস্যজীবীকে পাকিস্তানের জেলগুলি থেকে চলতি মাসেই ছেড়ে দেওয়া হচ্ছে। পাকিস্তানের জেলগুলিতে বন্দি ভারতীয় নাগরিক ৬৫০জন মৎস্যজীবী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!