- দে । শ
- এপ্রিল ২১, ২০২৩
জম্মু কাশ্মীরে সেনা ট্রাকে জঙ্গি হামলা, নিহত পাঁচ

মে মাসে গোয়াতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভারতে আসছে। পাক সরকার এই খবর জানানোর পরদিন গত বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে্র পুঞ্চ জেলায় সেনাবাহিনীর ট্রাকে ভয়াবহ জঙ্গি হামলার পাঁচজন সেনার মৃত্যু হল। এই হামলার আরও একজন সেনা জওয়ান গুরুতর জখম বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, মৃত ও জখম সেনাকর্মীরা রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত। সেনাবাহিনীর ট্রাক লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। নিক্ষেপ করা হয়েছে গ্রেনেডও। প্রসঙ্গত, তিনমাস আগেও রাজৌরির এক হিন্দু পরিবারের ওপর জঙ্গি হামলায় সাতজন নিহত হন। এছাড়া ওই হামলায় বেশ কয়েকজন জখমও হন।
ঠিক কতজন জঙ্গি পুঞ্চে সেনা ট্রাকের ওপর হামলা চালিয়েছ, তা এখনও জানা যায়নি। তবে পুলিশের দাবি, ওই জঙ্গিরা সকলেই পাকিস্তানের নাগরিক। এর ফলে পাক বিদেশমন্ত্রী ভারত সফরের ঠিক আগেই ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কে জটিলতা দেখা দিল।
সূত্রের খবর, মৃত পাঁচ সেনার মধ্যে চারজন পঞ্জাবের বাসিন্দা। আরেকজন ওড়িশার বাসিন্দা বলে জানা গিয়েছে।
এলাকায় জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। ফরেনসিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে গিয়েছেন।
জঙ্গি আক্রমণের এই ঘটনার পরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করে মৃত সেনাকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলও ঘটনার নিন্দা করেছেন। সন্ত্রাসবাদের মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক দিয়ে মৃতদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন টুইট করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।
জঙ্গি হামলার এই ঘটনার তীব্র নিন্দা করে শোকপ্রকাশ করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা, পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজাদ লোন। জম্মুকাশ্মীরের বিজেপির প্রধান রবিন্দর রায়না বলেছেন, এই ঘটনার যোগ্য জবাব দেওয়া হবে।
❤ Support Us