Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৩

হাইকোর্টকে এসএসসি, চাকরিতে বহাল হাকছেন ৬১৮ শিক্ষক

আরম্ভ ওয়েব ডেস্ক
হাইকোর্টকে এসএসসি, চাকরিতে বহাল  হাকছেন ৬১৮ শিক্ষক

স্বপদেই আপাতত বহাল থাকছেন ওএমআর শিট কেলেঙ্কারিতে জড়িত ৬১৮ জন শিক্ষক। বুধবার এসএসসি জানায়, শিক্ষকদের সুপারিশপত্র বাতিল করবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিন্তু যতক্ষণ না প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, তাঁরা কাজ চালিয়ে যেতে পারেন। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ চূড়ান্ত রায় এখনও দেয়নি। তার আগে এমন নির্দেশিকা জারি করাবার আইনী বৈধতা কতটুকু তা নিয়ে উঠেছে প্রশ্ন।

নবম -দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় ওএমআর শিট কারচুপির অভিযোগে ৮০৫ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত শিক্ষকরা। তাদের বক্তব্য শুনে মামলায় রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ। ইতিমধ্যে, সোমবার ৮০৫ জনের ৬১৮ জনের চাকরির সুপারিশপত্র বাতিলের বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। এ নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে পাল্টা মামলা করেন ৬১৮ শিক্ষক । আবেদনকারীদের প্রশ্ন, ডিভিশন বেঞ্চে রায়দান স্থগিত থাকা অবস্থায়, কীভাবে সিঙ্গল বেঞ্চের রায়ের ভিত্তিতে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি?

বুধবার আদালতে অভিযুক্ত শিক্ষকদের সে প্রশ্নেরই উত্তর দেয় এসএসসি। তাঁদের বক্তব্য,চাকরির সুপারিশপত্র বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে, আদালতের ডিভিশন বেঞ্চের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করবেন তাঁরা। তার আগে নিয়োগ বাতিল হচ্ছে না। এসএসসির জবাবের পর আপাতত স্বস্তিতে অভিযুক্ত ৬১৮ শিক্ষক।


  • Tags:

Read by: 91 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!