- টে | ক | স | ই
- এপ্রিল ৪, ২০২৩
ফিরবে না আর নীল পাখি ! এলনের আনা নতুন সারমেয়কে ঘিরে সরগরম নেট দুনিয়া
টুইটারের ডানা মেলা নীল পাখিকে আর দেখা যাচ্ছে না। পরিবর্তে নতুন লোগো এনেছে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটটি। নতুন প্রতীকে একটি শিবা ইনু কুকুরের ছবি রয়েছে। তবে টুইটারের মোবাইল অ্যাপে পুরনো লোগোই রাখা হয়েছে।
সোমবার থেকে দর্শকরা টুইটারের হোমপেজে তাঁদের পরিচিত নীল পাখিকে আর দেখতে পাচ্ছেন না। সে জায়গায় একটি কুকুরের ছবি রয়েছে। যারা সমাজ মাধ্যম নিয়মিত ব্যবহার করেন সারমেয়টির প্রতীকের সঙ্গে ভালোমতোই পরিচিত। এটি মূলত শিবা ইনু নামে পরিচিত। ডগিকয়েন নামে একটি ক্রিপ্টোকারেন্সি সংস্থার লোগো হিসাবে ব্যবহার হয় কুকুরের ছবিটি। বহু মিমের মাধ্যমেও প্রাণীটির ছবি শেয়ার করা হয়ে থাকে।
ব্যবহারকারীদের মধ্যে নয়া লোগো নিয়ে জল্পনা শুরু হতেই আসরে নামেন সংস্থার কর্ণধার এলন মাস্ক। তাঁর নিজের টুইটে ছবি পোস্ট করে লোগো পরিবর্তনের কথা জানান। সেখানে দেখা যাচ্ছে, টুইটারের পরিচয়পত্র পরীক্ষা করছেন এক পুলিশকর্মী। কিন্তু সেখানে নীল পাখির ছবি দেখে চিনতে পারছেন না। তাঁর ভুল ভাঙিয়ে দিয়ে টুইটারের নয়া লোগো বলছে, ওটা আসলে পুরনো ছবি।
নেট নাগরকরা পরিবর্তনের জন্য মানসিক ভাবে প্রস্তুত ছিলেন না। ওনেকেই ভাবছিলেন সংস্থার সাইট হয়তো হ্যাক করা হয়েছে। পরে অবশ্য এলনের টুইটে তাঁদের ভুল ভাঙে। কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ ডগকয়েনের লোগো কেন? কোনো ক্রিপ্টোকারেন্সি সংগঠনের হাতে কি আবার মালিকানার পরিবর্তন হতে পারে? তা নিয়ে সামাজিক মাধ্যমে জল্পনা কল্পনা তুঙ্গে।
❤ Support Us