- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৩, ২০২৪
আজ শনিবার মরশুমের শীতলতম দিন, তাপমাত্রা নামল ৫ ডিগ্রি সেলসিয়াস
মকড় সংক্রান্তির পূণ্য স্নানে শীতের দাপট থাকেই। তবে তার আগেই গত ৪৮ ঘণ্টায় এক ধাক্কায় ৫ ডিগ্রি নেমে গেল শহরের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার এই মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।
গত বছরের ১৭ ডিসেম্বর কলকাতার তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। এ বছর শীত সেই রেকর্ড ভাঙল।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’-তিনদিন তাপমাত্রা এই রকমই থাকবে। মঙ্গলবার থেকে আবার আবহাওয়া বদল শুরু। বুধ ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে বৃষ্টির পাশাপাশি বরফ পড়তে পারে।
মৌসম ভবন আগামী ৪৮ ঘন্টায় শৈত্য প্রবাহের সতর্কবার্তা জারি করেছে রাজস্থান পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এবং দিল্লিতে। এখন ঠান্ডায় কাঁপছে দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারত। পাশাপাশি আগামী ২৪ ঘন্টায় শীতল দিনের পরিস্থিতিও থাকবে দেশের বেশ কিছু এলাকায়।
❤ Support Us