Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১৮, ২০২৪

বিধানসভা উপনির্বাচনে, শাসক দলের অন্দরে স্থানীয় প্রার্থী দেওয়ার দাবি উঠল হাড়োয়ায়

আরম্ভ ওয়েব ডেস্ক
বিধানসভা উপনির্বাচনে, শাসক দলের অন্দরে স্থানীয় প্রার্থী দেওয়ার দাবি উঠল হাড়োয়ায়

বিধানসভা উপনির্বাচনে স্থানীয় প্রার্থীর দাবি উঠল হাড়োয়া তৃণমূলের অন্দরে। উপনির্বাচনে ভূমিপুত্রকে প্রার্থীর করার দাবিতে পোস্টোর ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা এলাকায়। পরপর পর ২ টি বিধানসভা নির্বাচনে হাড়োয়া থেকে নির্বাচিত হয়েছিলেন হাজি নুরুল ইসলাম। হাজি নুরুল ইসলাম এবারে বসিরহাট লোকসভা থেকে নির্বাচিত হয়ে সাংসদ হয়েছিলেন। সেকারনে নিয়মমত হাড়োয়ার বিধায়ক পদ থেকে তাঁকে ইস্তফা দিতে হয়। হাড়োয়া বিধানসভা আসনটি শূন্য হয়ে যায়। সম্প্রতি হাজি নুরুল ইসলাম প্রয়াত হয়েছেন। ফলে বসিরহাট লোকসভা আসনটি ও শূন্য। বসিরহাট লোকসভা আসনে উপনির্বাচন হবে। তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। কবে হাড়োয়া বিধানসভা আসনে আসনে উপনির্বাচন আগামী ১৩ নভেম্বর। একই সঙ্গে রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচ হবে। হাড়োয়ায় এখনও কোন রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেনি। এরই মধ্যে হাড়োয়ায় ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি তুলেছে তৃণমূলের একাংশ। গত ২ টি বিধানসভায় হাড়োয়া থেকে নির্বাচিত বিধায়ক প্রয়াত হাজি নুরুল ইসলাম বারাসত ২ ব্লকের বহেরা গ্রামের বাসিন্দা। সেই অর্থে তিনি বহিরাগত হিসেবে বিবেচিত হতেন। উপ নির্বাচনের দিন ঘোষণার পরে এই আসনে কে প্রতিদ্বন্দ্বিতা করবে এ নিয়ে চর্চা শুরু হয় শাসকদলের অন্দরে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এখনও এ ব্যাপারে অন্ধকারে। তবে কয়েকটি নাম শোনা যাচ্ছে তাঁদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম, হাজি নুরুল ইসলামের ছেলে রনি, হাড়োয়া ব্লক সভাপতি সফিক আহমেদ (‌মাদার)‌। এদের সঙ্গে উপনির্বাচনের টিকিটের দৌড়ে আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, খালেক মোল্লারাও। এরই মধ্যে ভূমিপুত্র প্রার্থার দাবিতে পোস্টার নানা বিতর্ক উস্কে দিয়েছে। যদিও এনিয়ে কোন তৃণমূলের কোন নেতাই মুখ খোলেননি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!