Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৮, ২০২৩

রেকর্ড দামে বিক্রি গুস্তাভের ‘লেডি উইথ ফ্যান’

আরম্ভ ওয়েব ডেস্ক
রেকর্ড দামে বিক্রি গুস্তাভের ‘লেডি উইথ ফ্যান’

রেকর্ড দামে বিক্রি হল প্রয়াত চিত্রশিল্পী গুস্তাভ ক্লিমটের বিখ্যাত ছবি। নাম ‘লেডি উইথ ফ্যান’ অর্থাৎ পাখা সহ রহস্যময়ী। রহস্যময়ী, কারণ ছবির মূল চরিত্র সম্পর্কে কখনো কোনো কিছু খোলসা করে বলেননি অস্ট্রিয়ার চিত্রকর। অসাধারণ শিল্পকলার নিদর্শন এ চিত্রটি মঙ্গলবার নিলামে ওঠে। বহু দর হাঁকাহাঁকির পর সর্বোচ্চ ৮৫.৩ মিলিয়ন পাউণ্ডে কিনে নেন হংকং-এর এক সংগ্রাহক। যা নিঃসন্দেহে নজিরবিহীন।

গুস্তাভ মারা গিয়েছিলেন ১৯১৮ সালে। ‘লেডি উইথ ফ্যান’ তাঁর শেষ আঁকা ছবি। চিত্রকলা বিশেষজ্ঞরা মনে করেন প্রয়াত শিল্পীর জীবনের এটি অন্যতম শ্রেষ্ঠ কাজ। ছবিতে জাপানি প্রভাব স্পষ্ট। সেইসঙ্গে রয়েছে ইউরোপীয় কায়দার নকশা। যা সমগ্র চিত্রটিকে অভিনবত্ব প্রদান করে। অষ্ট্রিয়ার চিত্রকর নিজের অঙ্কন শৈলী নিয়ে সারা জীবন বহু পরীক্ষা-নিরীক্ষা করেছেন। যার ফসল হল ‘থ্রি এজেস অফ ওম্যান’, ‘বিঠোভেন ফ্রিইজ’, ‘দ্য কিস’, ‘ডেথ অ্যাণ্ড লাইফ’, ‘পপি ফিল্ড’, ‘এক্সপক্টেশন’, ‘দ্য মেইডেন’ প্রভৃতি। প্রতীকধর্মী ছবি আঁকিয়ে হিসেবে পরিচিত গুস্তাভ ভিয়েনার ভিয়েনা সেশেসন নামক চিত্রশিল্প আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

‘লেডি উইথ ফ্যান’ও চিত্রকরের প্রতীকধর্মী ভাবনার সাক্ষ্য বহন করে। ছবিতে ব্যবহৃত ফিনিক্স পাখি  অমরত্ব ও পুর্নজীবন লাভ এবং প্রস্ফুটিত পদ্ম প্রেমের তাৎপর্য বহন করে।রঙের এত বিচিত্র ও সুকৌশল ব্যবহার ছবিটিকে  যেন বাঙ্ময় করে তোলে। এমন  অপূর্ব  চিত্রকলা  যে কোন   ব্যক্তির বাড়ির  বৈঠকখানার শোভা বর্ধনের জন্য যথেষ্ট।  তাই রেকর্ড দামে যে  বিক্রি হবে এতে আশ্চর্যের কিছু নেই। উল্লেখ্য, ইতিপূর্বেও ১৯৯৪ সালে নিলামে উঠেছিল ছবিটি। সে বছর এটি বিক্রি হয় ১১.৬ মিলিয়ন পাউণ্ডে। তাই   শিল্পীকে কালের নিয়মে চলে যেতে হয়, কিন্তু তাঁর সৃষ্টির গ্রহণযোগ্যতা  অক্ষুণ্ণ থেকে যায়  স্রষ্টার মনন ও কল্পনার  বলে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!