- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ৬, ২০২৩
ইন্ডিয়া জোটের সমন্বয়কারী কমিটির প্রথম বৈঠক বসছে ১৩ সেপ্টেম্বর শরদ পাওয়ারের বাড়িতে

ইন্ডিয়া জোটের নবগঠিত সমন্বয়কারী কমিটির প্রথম বৈঠক হতে চলেছে আগামী ১৩ সেপ্টেম্বর, বুধবার। এই বৈঠকের আগেই অবশ্য ৮ সেপ্টেম্বর ধূপগুড়ি সহ দেশের ৬ রাজ্যের ৭টি বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশ হয়ে যাবে। ফলে ইন্ডিয়া বনাম এনডিএ-র অ্যাসিড টেস্টের ফলও সামনে আসবে।
১৩ সেপ্টেম্বর বিকেল ৪টেয় দিল্লিতে প্রবীণ এনসিপি নেতা শারদ পাওয়ারের বাড়িতে লোকসভা ও পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের রণকৌশল, প্রচার পদ্ধতি, আসন সমঝোতা সহ নানা বিষয় নিয়ে আলোচনায় বসবে সমন্বয়কারী কমিটি। উল্লেখ্য, গত সপ্তাহে মুম্বইয়ে নির্বাচনী কৌশল রূপায়ণে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কারা থাকছেন এই বৈঠকে :-
এই বৈঠকে শারদ পাওয়ার ছাড়াও থাকবেন কেসি বেণুগোপাল (কংগ্রেস), টিআর বালু (ডিএমকে), হেমন্ত সোরেন (ঝাড়খণ্ড মুক্তি মোর্চা), সঞ্জয় রাউত (শিবসেনা-উদ্ধব ঠাকরে), তেজস্বী যাদব (রাষ্ট্রীয় জনতা দল), অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস), রাঘব চাড্ডা (আম আদমি পার্টি), জাভেদ আলি খান (সমাজবাদী পার্টি), লালন সিং (সংযুক্ত জনতা দল), ডি রাজা (সিপিআই), ওমর আবদুল্লা (ন্যাশনাল কনফারেন্স) এবং মেহবুবা মুফতি (পিপলস ডেমোক্র্যাটিক পার্টি। সিপিএম এখনও এই বৈঠকে তাদের তরফে কে থাকছেন তা জানায়নি, পরে সদস্যের নাম জানাবে বলে জানা গিয়েছে।
মুম্বইয়ে বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে একাধিক কমিটি তৈরি হয়। এই কমিটিগুলো হল কোঅর্ডিনেশন কমিটি ও ইলেকশন স্ট্র্যাটেজি কমিটি, প্রচার কমিটি, ওয়ার্কিং গ্রুপ ফর সোশ্যাল মিডিয়া, এছাড়াও তৈরি হয়েছে গবেষণা কমিটি।
প্রচারের দায়িত্বে থাকবেন কংগ্রেসের গুরদীপ সিং সপ্পাল, জেডিইউয়ের সঞ্জয় ঝাঁ, শিবসেনার অনিল দেশাই, আরজেডির সঞ্জয় যাদব, এনসিপির পিসি চাকো, জেএমএমের চম্পাই সোরেন, সমাজবাদী পার্টির কিরণময় নন্দ, আপের সঞ্জয় সিং, সিপিএমের অরুণ কুমার, সিপিআইয়ের বিনয় বিশ্বম, ন্যাশনাল কনফারেন্সের নেতা প্রাক্তন বিচারপতি হাসনাইন মাসুদি, আরএলডির সাহিদ সিদ্দিকী, আরএসপির এনকে প্রেমচন্দ্রন, ফরওয়ার্ড ব্লকের জি দেবরাজন, সিপিআইএমএলের রবি রাই, ভিসিকে পার্টির তিরুমাভালান, আইইউএমএলের কেএম কাদের মইদিন, কেসিএম পার্টির জোস কে মণি, আরেকজন থাকবেন তৃণমূলের প্রতিনিধি।
সোশ্যাল মিডিয়ার জন্য যে গ্রুপ করা হয়েছে তাতে রয়েছেন কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনেত, আরজেডির সুমিত শর্মা, সমাজবাদী পার্টির আশিস যাদব, সমাজবাদী পার্টির রাজীব নিগম, আপের রাঘব চাড্ডা, জেএমএমের অবিন্দানি, পিডিপির ইলতিজা মেহবুবা, সিপিএমের প্রাঞ্জল, সিপিআইয়ের বালচন্দ্রন কাঙ্গো, ন্যাশনাল কনফারেন্সের ইফ্রা জা, সিপিআইএমএলের ভি অরুণ কুমার, আরেকজন থাকবেন তৃণমূলের।
এছাড়া মিডিয়ার জন্য যে গ্রুপ করা হয়েছে তাতে রয়েছেন কংগ্রেসের জয়রাম রমেশ, আরজেডির মনোজ ঝাঁ, শিবসেনার অরবিন্দ সাওয়ান্ত, এনসিপির জিতেন্দ্র অওয়াধ, আপের রাঘব চাড্ডা, জেডিইউয়ের রাজীব রঞ্জন, সিপিএমের প্রাঞ্জল, সমাজবাদী পার্টির আশাশিস যাদব, জেএমএমের সুপ্রিয় ভট্টাচার্য, জেএমএমের অলোক কুমার, জেডিইউয়ের মণীশ কুমার, সমাজবাদী পার্টির রাজীব নিগম, সিপিআইয়ের বালচন্দ্রন কাঙ্গো, ন্যাশনাল কনফারেন্সের তনভির সাদিক, ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায়, সিপিআইএমএলের সুচেতা দে, পিডিপির মোহিত ভান।
এখন দেখা যাক লোকসভা ও পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নিরিখে রাজ্যওয়ারী “কতটা কাছাকাছি” আসতে পারে ইন্ডিয়া জোটের শরিকরা।
❤ Support Us