Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • অক্টোবর ৭, ২০২৫

“ভাঙা সেতু-ঘরবাড়ি সব গড়বে সরকার”, মিরিকে দুর্গতদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
“ভাঙা সেতু-ঘরবাড়ি সব গড়বে সরকার”, মিরিকে দুর্গতদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

মিরিকে ভয়াবহ ধস ও দুর্যোগের পরে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুধিয়ায় পৌঁছে তিনি আশ্বাস দেন, ১৫ দিনের মধ্যে একটি অস্থায়ী সেতু তৈরি করে দেওয়া হবে, যাতে মিরিকের সঙ্গে সমতলের যোগাযোগ আবার চালু করা যায়।

প্রথমে এই সেতু তৈরি করতে এক মাস সময় লাগবে বলেই জানিয়েছিলেন আধিকারিকেরা। কিন্তু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ও বৈঠকের পরে সিদ্ধান্ত হয়, কাজ দ্রুত করে ১৫ দিনের মধ্যেই সেতুটি নির্মাণ করা হবে। পাশাপাশি, দুধিয়ায় একটি স্থায়ী, ভাল মানের বিকল্প সেতু তৈরির কাজও শুরু হবে, যার জন্য সময় লাগবে প্রায় এক বছর।

মুখ্যমন্ত্রীর সফরে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, ডিজি রাজীব কুমার, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। দুর্গত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন তিনি, তাঁদের নথিপত্র হারিয়ে গেলে তা দ্রুত তৈরি করে দেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসনকে।

মুখ্যমন্ত্রী জানান, মিরিক-নাগরাকাটা-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় একসঙ্গে চার-পাঁচটি সেতুর নির্মাণকাজ চলছে। এই কাজে যুক্ত ইঞ্জিনিয়ারদের প্রশংসাও করেন তিনি। রোহিণীর ধসে ক্ষতিগ্রস্ত রাস্তাও দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।

দার্জিলিং, কালিম্পং এবং ডুয়ার্স এলাকায় টানা বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু জায়গায় ধস এবং জলবন্দি অবস্থা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের কাছে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর এসেছে— যার মধ্যে ১৮ জন মিরিক-কালিম্পংয়ে এবং ৫ জন নাগরাকাটায়।

প্রতিটি মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “টাকা কখনও জীবনের বিকল্প হতে পারে না, এটা শুধুই আমাদের সামাজিক দায়িত্ব।”

সোমবার তিনি শিলিগুড়ি পৌঁছে প্রথমে যান হাসিমারায়, তারপর নাগরাকাটা হয়ে মিরিকের দিকে রওনা দেন। যেখানেই দুর্যোগের ছাপ, সেখানেই পৌঁছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “যে সেতুগুলি ভেঙে গেছে, সেগুলি ছোট হোক বা বড়— সবই আবার নতুন করে তৈরি করা হবে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!