- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৫, ২০২৩
শীর্ষ মিত্ররা এড়িয়ে যাবে বলে কংগ্রেসের ডাকা “ইন্ডিয়া” জোটের বৈঠক স্থগিত করা হয়েছে
আগামীকাল বুধবার দিল্লিতে মল্লিকার্জুন খড়গের বাড়িতে ডাকা বিজেপি বিরোধী “ইন্ডিয়া” জোটের বৈঠক স্থগিত করা হয়েছে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং সমাজবাদী পার্টির শীর্ষনেতা অখিলেশ যাদব উভয়েই বৈঠকটি এড়িয়ে যাওয়ার পরিকল্পনা করার পরেই কংগ্রেসের তরফে এই বৈঠক স্থগিত করা হয়েছে। সোমবার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনিও বুধবারের বৈঠকে যোগ দেবেন না। তাঁকে কিছু জানানই হয়নি। প্রসঙ্গত নীতীশ কুমার, অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায় এই তিনজনই ইন্ডিয়া জোটের শীর্ষ সদস্য; প্রকৃতপক্ষে, নীতীশ কুমারকেই মূলত বিরোধী দলের এই ইন্ডিয়া জোটের প্রতিষ্ঠাতা সদস্য বলা হয়।
এর আগে ঠিক ছিল বুধবারের বৈঠকে নীতীশ কুমার এবং অখিলেশ যাদব নিজেদের পরিবর্তে প্রতিনিধি পাঠাবেন; জনতা দল (ইউনাইটেড) নেতা দলের সভাপতি রাজীব রঞ্জন এবং প্রবীণ নেতা সঞ্জয় ঝাকে পাঠাবেন বলে প্রত্যাশিত ছিল, অন্যদিকে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব তাঁর কাকা এবং রাজ্যসভার সাংসদ রামগোপাল যাদবকে পাঠাবেন বলে প্রত্যাশিত ছিল৷
খবর ছিল নীতীশ কুমার বৈঠকে হাজির না হলেও বিহার সরকারের বাকি অর্ধেক অর্থাৎ রাষ্ট্রীয় জনতা দল-এর শীর্ষ নেতারা বুধবারের বৈঠকে প্রতিনিধিত্ব করবেন। সেই হিসাবে আরজেডির প্রাণপুরুষ লালু প্রসাদ যাদব এবং তাঁর ছেলে ও বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বৈঠকে থাকার কথা ছিল।
❤ Support Us