Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৬, ২০২৩

‌ইডেনের টিকিট বিতর্কে এবার কলকাতা পুলিশের তলব বোর্ড সভাপতি রজার বিনিকে

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ইডেনের টিকিট বিতর্কে এবার কলকাতা পুলিশের তলব বোর্ড সভাপতি রজার বিনিকে

ইডেনে ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কালোবাজারির ঘটনায় নোটিশ পাঠানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনিকে। টিকিট বিক্রি সংক্রান্ত যাবতীয় নথি নিয়ে মঙ্গলবারের মধ্যে ময়দান থানায় দেখা করার কথা বলা হয়েছে। একান্তই সভাপতি যদি না আসতে পারেন, তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ডের যে কোনও প্রতিনিধিকে যাবতীয় নথিসহ আসার হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেলেও টিকিট বিতর্কের রেশ এখনই মিটছে না। টিকিটের কালোবাজারি নিয়ে যে অভিযোগ উঠেছে, তার তদন্তের গতি আরও বাড়াচ্ছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারি করার জন্য মোট ২৩ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাদের কাছ থেকে ১৩৭টি টিকিট উদ্ধার হয়েছে। এই টিকিটগুলি কোথা থেকে এসেছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে পুলিশের কাছে।
টিকিটের কালোবাজারি নিয়ে তদন্ত করতে নেমে ময়দান থানা আগেই সিএবি–র এবং অনলাইনে টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থার প্রতিনিধিদের তলব করেছিল। সিএবি প্রতিনিধির সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য মোট ৬৪ হাজার টিকিট ছাপানো হয়েছিল। এর মধ্যে অনলাইনে টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থার হাতে গিয়েছিল ১৮ হাজার ৭৫টি টিকিট। ২০ হাজার ১৬৮টি কমপ্লিমেন্টারি টিকিট বন্টন করা হয়েছে। আর সিএবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের হাতে ছিল ২৫ হাজার ৯৭৫টি টিকিট।
সিএবি–র পক্ষ থেকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে জানানো হয়েছে অনুমোদিত সংস্থাগুলির মাধ্যমে টিকিট বিক্রি করা হয়েছে। আর ৩ হাজার টিকিট সদস্যদের জন্য অনলাইনে ছাড়া হয়েছিল। পুলিশ মনে করছে কমপ্লিমেন্টারি টিকিট বন্টনের ক্ষেত্রে গরমিল আছে। তাই সিএবি প্রতিনিধিদের আগেই ডেকে পাঠিয়েছিল গোয়েন্দা বিভাগ। সিএবি–র প্রতিনিধিরা পুলিশকে জানিয়েছে, বিশ্বকাপের টিকিট বিক্রির বিষয়টা সম্পূর্ণভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে। তাই গোয়েন্দা বিভাগ এবার পুরো তথ্য জানার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনিকে নোটিশ পাঠিয়েছে।
অভিযোগ উঠেছে, অনলাইনে যে সংস্থা বিশ্বকাপের ম্যাচগুলির টিকিট বিক্রি করছে, সেই সংস্থা, সিএবি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা টিকিট সরিয়ে রেখে কালোবাজারিদের হাতে তুলে দিয়েছেন। কলকাতা পুলিশ কমিশনারেটের অধীনে ময়দান এবং এন্টালি থানায় মোট সাতটি এফআইআর করেছেন ক্রিকেটপ্রেমীরা। সিএবি এবং অনলাইনে টিকিট বিক্রি করা ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ করা হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!