- দে । শ
- মার্চ ৭, ২০২২
উত্তরপ্রদেশে শেষ দফার ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে, সকাল ১১টা অবধি ভোট পড়ল ২১ শতাংশ ।
এই পর্বে মোট ভোটার ২.০৬ কোটি। শেষ দফার নির্বাচনে ৬১৩ প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে আজ ।
ছবি: সংবাদ সংস্থা।
সকাল থেকেই বুথে বুথে মানুষের ঢল । উত্তর প্রদেশে আজ সপ্তম তথা শেষ দফার নির্বাচন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় এলাকা বারাণসী-সহ রাজ্যের মোট ৫৪টি আসনে নির্বাচন চলছে। ৬১৩ প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে আজ। আজমগড়, মৌ, জৌনপুর, গাজিপুর, চান্দৌলি, বারাণসী, মির্জাপুর, ভাদোহি এবং সোনভদ্র জেলায় ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে।
২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশের এই বিধানসভা নির্বাচনকে কার্যত সেমিফাইনাল ধরে এগোচ্ছে গেরুয়া শিবির। এবারও ভারতের সবচেয়ে বড় রাজ্যে তাঁদেরই কর্তৃত্ব থাকবে বলে আশাবাদী মোদি-শাহ-নাড্ডারা। নির্বাচন পর্বে উত্তর প্রদেশ জুড়ে প্রচারে ঝড় তুলেছেন গেরুয়া দলের শীর্ষ নেতারা। রাজ্যের মানুষ এবারও তাঁর পাশে থাকবেন বলে আশাবাদী বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
বিরোধীদের মনে করছেন, এবার লড়াইটা বিজেপির জন্য সহজ নয় । ‘যে জাতপাতের রাজনীতি করেই ভোট টানার কৌশল নিয়েছে বিজেপি, সেটাই এবার বুমেরাং হয়ে ফিরতে পারে পদ্ম শিবিরের দিকে’। তবে গেরুয়া শিবির বিরোধীদের এই দাবিতে আমল দিতে নারাজ। বরং এবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই উত্তর প্রদেশে যোগী-রাজ ফিরবে বলে আশাবাদী তাঁরা।
উল্লেখ্য, ইউপির বিধানসভা নির্বাচন এবার সাত দফায়। আজই শেষ তথা সপ্তম দফার নির্বাচন। গত ১০ ফেব্রুয়ারি ভোট শুরু হয় এ রাজ্যে । যোগি রাজ্যে শেষ পর্বে ৫৪টি আসনের মধ্যে ১১টি কেন্দ্র তফসিলি জাতি এবং দুটি তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত রয়েছে। এই পর্বে মোট ভোটার ২.০৬ কোটি। নির্বাচনের এই শেষ পর্বে জাতপাতের রাজনীতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলের। এক্ষেত্রে বিজেপিকে সমাজবাদী পার্টি-সহ ছোট একাধিক দলের সঙ্গে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতে পারে বলেও মনে করছে ওয়কিবহাল মহল।এদিনের ভোটযুদ্ধে সবথেকে বেশি নজর থাকবে বারাণসীর উপরই, কারণ এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা নির্বাচনী কেন্দ্র। বারাণসী ছাড়াও পার্শ্ববর্তী আজমগড়, মৌ, জৌনপুর, মির্জাপুর, ভাদোহী ও সোনভদ্র সহ মোট ৮টি জেলার ভোটগ্রহণ চলছে। সকাল ১১টা অবধি ভোট পড়ল ২১.৫৫ শতাংশ । ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আপনা দলের জাতীয় সভাপতি অনুপ্রিয়া পটেল।
❤ Support Us