Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • মার্চ ১, ২০২৩

পৃথিবীর সঙ্গে চাঁদের বাড়ছে দূরত্ব । মার্কিন মহাকাশবিজ্ঞানীদের নয়া গবেষণায় শোরগোল বৈজ্ঞানিক মহলে

বিশ্বের জলবায়ু ও আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা, ব্যাহত হতে পারে মৎস্য শিল্প ও জাহাজ পরিচালনা

আরম্ভ ওয়েব ডেস্ক
পৃথিবীর সঙ্গে চাঁদের বাড়ছে দূরত্ব । মার্কিন মহাকাশবিজ্ঞানীদের নয়া গবেষণায় শোরগোল বৈজ্ঞানিক মহলে

চিত্র : ইন্টারনে্ট

সরে আসছে চাঁদ। প্রতি বছর ৩.৮ সেমি দূরে চলে যাচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। মার্কিন মহাকাশ বিজ্ঞানীদের নতুন দাবিকে ঘিরে শোরগোল বৈজ্ঞানিক মহলে। এমন ঘটনা সত্যি হলে, পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুতে বড়ো রকমের পরিবর্তন ঘটতে পারে, অনুমান বিজ্ঞানীদের।

১৯৬৯ সালে আমেরিকার মহাকাশবিজ্ঞানীদের সৌজন্যে মানুষ প্রথম চাঁদে পয়া দেয়। মহাকাশচারীরা উপগ্রহটিতে এমন একটি প্যানেল স্থাপন করেছিলেন যা চন্দ্রপৃষ্ঠ পৃথিবীর মধ্যে দূরত্ব পরিমাপে সহায়ক হবে। সে যন্ত্রের সাহায্যে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ন্যশনাল রেডিও অ্যাস্ট্রোনমি অবসার্ভেটরির বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২৪৬ কোটি বছর আগে চাঁদ ও পৃথিবীর দূরত্ব বেশ কম ছিল। আজকের তুলনায় ৬০,০০০ কিমি কম। বিজ্ঞানীদের দাবি, তখন পৃথিবীতে দিনের পরিমাণ ছিল অত্যন্ত বেশি। প্রায় ১৭ ঘণ্টা। বৈজ্ঞানিকরদের কাছে এমন ঘটনা মিলানকোভিচ সাইকেল নামে পরিচিত।

মিলানকোভিচ সাইকেল হল এমন এক প্রাকৃতিক ঘটনা যার দরুণ পৃথিবীর কক্ষপথে বেশ কিছু ক্ষুদ্রাতিক্ষুদ্র সূক্ষ্ম অথচ তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটে। যা বিশ্বের জলবায়ুকে প্রভাবিত করে। মনে করা হয়, সাহারা মরুভূমির দীর্ঘকাল ব্যাপী সবুজ থাকা ও হ্রদের আকৃতি নির্ধারণের ক্ষেত্রে এ চক্রের প্রভাব রয়েছে। তবে বিস্তারিত গবেষণা না হলে এ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে আসা কঠিন। তবে, বৈজ্ঞানিকরা একমত চাঁদের দূরে সরে যাওয়া, পৃথিবীর জলভাগে জোয়ার ভাঁটার ক্ষেত্রে এক বড়ো পরিবর্তন আনবে। তার পরিণতিস্বরূপ জাহাজ পরিচালনা বা মাছ ধরায় ব্যাঘাত ঘটতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!