Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • আগস্ট ২৮, ২০২৩

পশ্চিমবঙ্গ দিবস নিয়ে মুখ্যমন্ত্রীর ডাকা সর্বদলে যাচ্ছে না রাজ্যের বিরোধী দলগুলি

আরম্ভ ওয়েব ডেস্ক
পশ্চিমবঙ্গ দিবস নিয়ে মুখ্যমন্ত্রীর ডাকা সর্বদলে যাচ্ছে না রাজ্যের বিরোধী দলগুলি

পশ্চিমবঙ্গ দিবস কবে পালন করা হবে? তা ঠিক করতে মঙ্গলবার একটি সর্বদলীয় বৈঠক ডেকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই বৈঠকে যাচ্ছে না রাজ্যের কোনও বিরোধী দল। আমন্ত্রণ পাওয়ার পর এ নিয়ে একটি বৈঠকে বসেছিল বামফ্রন্ট। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কোনও শরিকই এই বৈঠকে যাবেন না। এই সিদ্ধান্ত লিখিত ভাবে বামফ্রন্টের তরফে মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, “দেশ ভাগে যন্ত্রণা এখনও বহু মানুষের মনে জেগে রয়েছে। তাই এই ধরনের প্রতিষ্ঠা দিবস পালনে আমরা বিশ্বাসী নই।”

বামফ্রন্টের বৈঠকে রাজ্যপালের নেওয়া পশ্চিমবঙ্গ দিবস পালনের কর্মসূচিরও বিরোধিতা করা হয়েছে। বামফ্রন্ট নেতৃত্বের বক্তব্য, বেকারত্ব, কেন্দ্রীয় বঞ্চনা, জাত-ধর্মের ভিত্তিতে মানুষের মধ্য বিভাজন তৈরি করা হচ্ছে। এই বিষয়গুলি বাদ দিয়ে অন্য সব বিষয় নিয়ে বেশি মাতামাতি হচ্ছে। আসলে এসবই হচ্ছে মানুষের মূল চাহিদা থেকে মজর ঘোরাতে।

মুখ্যমন্ত্রীর ডাকা পশ্চিমবঙ্গ দিবসের দিন ঠিক করা নিয়ে এই বৈঠকে থাকছে না বিজেপিও। এ নিয়ে দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “একটি অনৈতিহাসিক ও অবৈজ্ঞানিক তত্ত্বকে সামনে এনে ইতিহাস বিকৃত করার ঘৃণ্য ষড়যন্ত্র ও চক্রান্ত করা হচ্ছে। বিজেপি তার শরিক হবে না।”

মুখ্যমন্ত্রীর ডাকা এই বৈঠকে থাকছে না কংগ্রেসও। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই প্রসঙ্গে নির্দেশ দিয়ে বলেছেন, দলের কোনও প্রতিনিধি ওই বৈঠকে হাজির থাকবে না। পরে অধীর বলেন, “পশ্চিমবঙ্গের নাম নিয়ে বিজেপি-তৃণমলের মধ্যে টানাটানি চলছে। তাই কংগ্রেসের বৈঠক নিয়ে কোনও আগ্রহ নেই। যদি সর্বদল বৈঠত করতেই হয় তবে রাজ্যের আই-শৃঙ্খলা নিয়ে বৈঠক করুক রাজ্য সরকার।”

আইঅসঅফ বিধায়ক নওশাদ সিদ্দিকও জানিয়েছেন, এই অনুষ্ঠানের আমন্ত্রণ তারা পাননি। পেলে ভেবে দেখা হতো। তবে ডাক পেলেও তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পচিমবঙ্গ দিবস উদযাপনের দিন ঠিক করা ও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন,  কোনও কিছুতেই আইএসএফ যেত না, যাবে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!