Advertisement
  • দে । শ
  • অক্টোবর ২২, ২০২৪

দেখা করতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন অভয়ার পিতা

আরম্ভ ওয়েব ডেস্ক
দেখা করতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন অভয়ার পিতা

সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের পর রাতেই অনশন প্রত্যাহার করে নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিলেন আর জি কর কাণ্ডে নির্যাতিতার বাবা। আজ মঙ্গলবার, ইমেলে অমিত শাহকে তিনি এই চিঠি পাঠিয়েছেন। চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছেন নির্যাতিতার বাবা। তাঁরা যে যথেষ্ট চাপে রয়েছেন, সেকথাও চিঠিতে উল্লেখ করেছেন।
চিঠির শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নির্যাতিতার বাবা। তারপর লিখেছেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। যেখানে তিনি সময় দেবেন, সেখানেই দেখা করবেন। বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা চান বলেও চিঠিতে উল্লেখ করেছেন নির্যাতিতার বাবা। নিজেদের খুব অসহায় লাগছে বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি চাপের কথাও উল্লেখ করেছেন।
মেয়ের মৃত্যুর পর থেকে ওই দম্পতির মনের অবস্থা ভাল নেই। চরম মানসিক চাপের মধ্যে রয়েছেন তাঁরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়াতেই পরিস্কার, রাজ্য সরকারের ওপর যাবতীয় আস্থা হারিয়ে ফেলেছেন তাঁরা। তাই ন্যায়বিচারের লক্ষ্যে তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী। এখন দেখার অমিত শাহ নির্যাতিতার বাবা–মা’‌কে সাক্ষাতের সময় দেন কিনা।
আগামীকাল, বুধবার রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। আপাতত তিনি পশ্চিমবঙ্গ সফর বাতিল করেছেন। বুধবার রাজ্যে এলে হয়তো অমিত শাহর সঙ্গে দেখা করার সুযোগ পেতেন নির্যাতিতার বাবা–মা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!