- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১৮, ২০২৪
কেতুগ্রামে ছাত্রী খুনে গ্রেপ্তার অভিযুক্ত

কেতুগ্রামে যাত্রীবাহী বাসে অষ্টম শ্রেণির ছাত্রীকে গলার নলি কেটে খুনের অভিযোগে গ্রেপ্তার বাবু সেখ। খুন করার পর কেতুগ্রামের কোমরপুর গ্রাম লাগোয়া একটা নির্জন জায়গায় ধান খেতের মধ্যে গা-ঢাকা দিয়েছিল কাটোয়ার হরিপুর গ্রামের বাসিন্দা বাবু। তাকে বুধবার কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এদিন কড়া নিরাপত্তার মধ্যে বাবুকে কেতুগ্রাম থানার পুলিশ কাটোয়া মহকুমা আদালতে পেশ করে। উল্লেখ্য যে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে বদলা নিতে মঙ্গলবার দুপুরে কেতুগ্রামের কোমরপুর গ্রামের কাছে যাত্রীবাহী চলন্ত বাসে অষ্টম শ্রেণির ছাত্রী জ্যোতি খাতুনকে (১৪) গলার নলি কেটে খুনের অভিযোগ ওঠে বাবুর বিরুদ্ধে। প্রকাশ্যে বাসভর্তি লোকজনের সামনে এমন নৃশংস খুনের ঘটনায় শিউরে ওঠেন বাসযাত্রীরা। তারা কিছু করার আগেই বাস থেকে নেমে চম্পট দেয় বাবু। এরপরই পুলিশ চারিদিকে তল্লাশি শুরু করে। মঙ্গলবার রাতেই বাবুকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেল, ছাত্রী খুনের ঘটনার তদন্ত করতে বাবুকে আরও জেরা করা হবে। কেন সে এমন চরম পথ বেছে নিল? এই খুনের সিদ্ধান্ত কি বাবুর একার? নাকি এর পিছনে আর কেউ আছে? খুনের কারণ কি শুধুমাত্র প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়া, নাকি অন্য কিছু? পুলিশ জানিয়েছে, এই খুনে যদি মদতদাতা কেউ থাকে, সেও নিস্তার পাবে না। এছাড়াও বাবুকে জেরা করে খুনে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
❤ Support Us