Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ৩, ২০২২

পূর্ব ইউরোপে আসন্ন যুদ্ধের ছায়া। ইউক্রেন সীমান্তে রুশ সেনার সমাবেশ অব্যাহত।

আরম্ভ ওয়েব ডেস্ক
পূর্ব ইউরোপে আসন্ন যুদ্ধের ছায়া। ইউক্রেন সীমান্তে রুশ সেনার সমাবেশ অব্যাহত।

ইউক্রেন সীমান্তে রাশিয়া সেনা সমাবেশ ক্রমশ বাড়িয়ে তুলছে । যে কোনো মুহূর্তে তার আগ্রাসী ভূমিকা প্রকট হয়ে উঠবে । আমেরিকা রাশিয়ার অবস্থান নিয়ে সতর্ক । পূর্ব ইউরোপের ন্যাটো দেশগুলোও নিরাপত্তা নিয়ে আশঙ্কিত। গত মাস থেকে একজন মার্কিন প্রশিক্ষক পশ্চিম ইউক্রেনের সামরিক প্রশিক্ষণ গ্রাউন্ডে ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণ দিচ্ছেন । এতেই ছবি পরিস্কার, ইউক্রেন পরিস্থিতি নিয়ে আমেরিকা চুপ করে বসে থাকবে না । যে কোনো ঝুঁকি নিতে পারে । পেন্টাগন বলেছে, ন্যাটো সদস্যদের ‘দৃঢ় প্রতিরক্ষা’ নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপে ২০০০ অতিরিক্ত সেনা পাঠাচ্ছে এবং জার্মানি থেকে আরও ১০০০ সেনা রোমানিয়ায় স্থানান্তর করছে।

মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জন কিরবি বুধবার সাংবাদিকদের বলেছেন, সেনা মোতায়েন চলতে থাকবে। গত সপ্তাহে পেন্টাগন ৮,৫০০ সেনাকে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেছিল। নতুন সেনা মোতায়েনের প্রস্তুতি সম্পূর্ণ আলাদা। যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ন্যাটো মিত্রদের আশ্বস্ত করতে এবং প্রতিরোধ গড়ে তুলতে আমেরিকা প্রস্তুত।

বুধবার হোয়াইট হাউস ঘোষণা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা ফোর্ট ব্র্যাগ থেকে পোল্যান্ডে ১৭০০ সৈন্য মোতায়েন করা হবে । ৩০০ জনকে পাঠানো হবে জার্মানিতে ।ইউক্রেন সীমান্তে রুশ সেনার সমাবেশ তীব্র কূটনৈতিক সঙ্কটের জন্ম দিয়েছে এবং আশঙ্কা বাড়িয়ে দিয়েছে যে মস্কো তার প্রতিবেশীর উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ।

রাশিয়া বলেছে, প্রতিবেশী দেশে হামলা চালনা তাদের কোনো পরিকল্পনা নেই, তবে ন্যাটোয় ইউক্রেনের যোগদানের প্রচেষ্টার বিরোধিতা করছে । দ্বিতীয়ত, মার্কিন নেতৃত্বাধীন জোট পূর্বতন সোভিয়েত প্রজাতন্ত্রগুলিতে তার সম্প্রসারণ বন্ধ করবে। ওয়াশিংটন মস্কোর দাবি অস্বীকার করে বলেছে, আমাদের কোনো অভিসন্ধি নেই । আপাতত বাকবিতন্ডার মধ্যেই রুশ-মার্কিন সম্পর্কের অবনতি সীমাবদ্ । কিন্তু পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তা পূর্ব ইউরোপে নতুন অশান্তি ডেকে আনতে পারে।

 


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!