Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২২, ২০২৩

২৯ নভেম্বর ভিক্টোরিয়া হাউসের সামনে বিরোধী দলের সভার অনুমতি কেন ? হাইকোর্টের প্ৰধান বিচরপতির দ্বারস্থ রাজ্য

আরম্ভ ওয়েব ডেস্ক
২৯ নভেম্বর ভিক্টোরিয়া হাউসের সামনে বিরোধী দলের সভার অনুমতি কেন ? হাইকোর্টের প্ৰধান বিচরপতির দ্বারস্থ রাজ্য

ধর্মতলায় ভিক্টোরিয়া হাউস এর সামনে ২১ জুলাই প্রতি বছর তৃণমূল শহিদ দিবসের সভা করে। বিজেপিও ওই একই জায়গায় সভা করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। পুলিশ এই সভায় অনুমতি না দেওয়ায় বিজেপি আদালতের দ্বারস্থ হয়। সোমবার কলকাতা হাইকোর্ট জানিয়েছিল বিজেপিও ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করতে পারবে। এই মামলার শুনানিতে বিচারপতি রাজারশেখর মান্থা জানিয়েছিলেন, স্বাধীন দেশে যে কেউ যেকোনো জায়গায় যেতে পারেন কারণ না জানিয়ে সবার অনুমতি বাতিল করায়, বা বাতিল এর উদ্দেশ্য নিয়ে সন্দেহ জাগছে। বিচারপতি রাজাশেখর মান্থার এই নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবার কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে। উল্লেখ্য বিজেপির ২৯ শে নভেম্বরের এই প্রস্তাবিত সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার উপস্থিত হওয়ার সম্ভাবনা আছে।

ধর্ম তলায় ভিক্টোরিয়া হাউজের সামনে এই সভা করার কলকাতা পুলিশের কাছে রাজ্য বিজেপির তরফে গত ১৮ই অক্টোবর অনলাইনে আবেদন জানিয়েছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। সেই আবেদনের সভার তারিখ ছিল ২৮ শে নভেম্বর। কলকাতা পুলিশের তরফে আবেদনকারীকে ১৯ অক্টোবরই জানিয়ে দেওয়া হয়েছিল ঐদিন সবার জন্য জায়গা ফাঁকা নেই।
এরপর রাজ্য বিজেপির তরফে নভেম্বর কলকাতা পুলিশের কাছে আরো একটি আবেদন করা হয় সবার জন্য। ওই আবেদনে সভার জন্য ২৯ শে নভেম্বর তারিখটিকে উল্লেখ করা হয়। বিজেপির দ্বিতীয় আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা পুলিশ। এরপরই বিজেপির তরফে প্রশ্ন তোলা হয় দুটো আবেদনই কিভাবে খারিজ হল? কোন যুক্তিতে খারিজ হল ? এরপরেই বিজেপির তরফে কলকাতা হাইকোর্টের মামলা করা হয়। সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে কম্পিউটার জেনারেটর সিস্টেমে আবেদনের প্রক্রিয়া বাতিল হয়ে গিয়েছে।

এই মামলার পর্যবেক্ষণে মামলাকারিরা সবার জন্য একই নিয়ম অনুযায়ী দু সপ্তাহ আগেই আবেদন করেছিল। তারপরেও কেন কম্পিউটার জেনারেটেড পদ্ধতিতে আবেদন খারিজ হয়েছে বলা হচ্ছে। আদমদের কাছে এটা স্পষ্ট যে ওই আবেদনের কোন গুরুত্বই তারা দেয়নি। আগেই সিদ্ধান্ত নিয়ে এমন ব্যবস্থা তৈরি করা হয়েছিল যাতে আবেদন আশামাত্র তা খারিজ হয়ে যায়। এরপরই বিজেপিকে সোমবার বিচারপতি রাজাশেখর মান্থা নভেম্বর ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করার অনুমতি দেন। বুধবার মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল, নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সরাসরি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানালো পশ্চিমবঙ্গ সরকার। প্রধান বিচারপতি এই আবেদন অনুমোদন করে দিয়েছেন বলে জানা গেছে। খুব দ্রুত এই মামলার শুনানির দিন ধার্য হতে পারে বলে হাই কোর্ট সূত্রে খবর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!