- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২৩, ২০২৩
শিক্ষক, শিক্ষিকাদের স্কুলে পৌঁছবার সময় ১০ মিনিট এগিয়ে আনল পর্ষদ
এখন থেকে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকাদের সকাল ১০টা ৫০ মিনিটের পরিবর্তে ১০টা ৪০ মিনিটে প্রবেশ করতে হবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এই মর্মে একটি নির্দেশ জারি করেছে। সমস্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হচ্ছে।
এখন ১০:৫০ মিনিটে শিক্ষক,শিক্ষিকাদের স্কুলে ঢুকতে হয়। নতুন নিয়মে সেই সময় ১০ মিনিট এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ, নতুন নিয়মে ১০:৪০ মিনিটের মধ্যে স্কুলে পৌঁছে যেতে হবে শিক্ষক,শিক্ষিকাদের। সেই সময়ের মধ্যে পৌঁছে না গেলে ‘লেট’ হিসাবে ধরা হবে। একইসঙ্গে আরও নিদেশ দেওয়া হয়েছে, ১১:১৫ মিনিটের পরে কেউ স্কুলে ঢুকলে সেই দিনটি ছুটি হিসাবে ধার্য হবে।
এছাড়াও, নতুন শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, শিক্ষক,শিক্ষিকারা কতক্ষণ ক্লাস নিচ্ছেন, কটা ক্লাস নিচ্ছেন, নিজেদের ডায়েরিতে তা নথিভুক্ত রাখতে হবে, পাশাপাশি এই হিসেব রাখবেন প্রধান শিক্ষক,প্রধান শিক্ষিকারাও। স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকারা সারা সপ্তাহের যে রুটিন তৈরি করেন, তা প্রতি সপ্তাহে পাঠাতে মধ্যশিক্ষা পর্ষদকে। পর্ষদের এই নির্দেশের ফলে শিক্ষকদের ক্লাস নেওয়ার সময় এবং স্কুলে থাকার সময় নির্দিষ্ট করা হল। এর ফলে শিক্ষক,শিক্ষিকাদের ক্লাস নেওয়ার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে পর্ষদের এই নির্দেশের ফলে শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু শিক্ষক এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন। তাঁরা মনে করেন, এই নির্দেশের ফলে শিক্ষকদের স্কুলে পৌঁছানোর সময় বাড়বে এবং তাঁরা আরও বেশি সময় শিক্ষার্থীদের সাথে কাটাতে পারবেন।
অন্যদিকে, কিছু শিক্ষক এই নির্দেশে অসন্তুষ্ট। তাঁরা মনে করেন, এই নির্দেশের ফলে শিক্ষকদের উপর চাপ বাড়বে। তাঁরা আরও বলেন, এই নির্দেশ বাস্তবায়ন করা কঠিন। এর ফলে শিক্ষক,শিক্ষিকাদের মধ্যে ক্ষোভ বাড়বে।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এই নির্দেশের মাধ্যমে স্কুলগুলিকে আরও বেশি করে নিয়মে বেঁধে ফেলতে চাইছে। পর্ষদ মনে করে, এই নির্দেশের ফলে স্কুলগুলিতে পড়াশোনার মানোন্নয়ন হবে।
❤ Support Us