- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ৩, ২০২৩
লর্ডসের আদলে ব্যলকনি, নতুন সাজে মহমেডান তাঁবু
ফোর্ট উইলিয়াম থেকে রেড রোড ধরে রাজভবনের দিকে এগিয়ে যেতে যেতে বাঁদিকে চোখ রাখলেই চমকে যেতে হবে। ভুল দেখছি না তো! এটাই কি সেই ঐতিহ্যশালী মহমেডান স্পোর্টিং ক্লাব? হ্যাঁ, ভুল হতে বাধ্য। পুরনো ক্লাব তাঁবু জায়গায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নতুন তাঁবু। অন্য দুই প্রধানের তাঁবুকে টেক্কা দেবে।
পুরানো ক্লাব তাঁবু পুরোপুরি ভেঙে সংস্করণ করা হয়েছে। একেবারে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে ক্লাব তাঁবু। আগে ক্লাব তাঁবু ছিল একতলা। ওপরে পাকা ছাদ ছিল না। সেই তাঁবু ভেঙে দোতলা করা হয়েছে। আর সবথেকে বড় বিষয় লর্ডসের আদলে ব্যলকনি তৈরি করা হয়েছে। সেই ব্যলকনি সকলের চোখ টানতে বাধ্য। সৌন্দর্য ও আধুনিকতায় কলকাতার অন্য দুই প্রধানকে গুনে গুনে ১০ গোল দেবে মহমেডান ক্লাব তাঁবু।
দোতলা তাঁবুর ওপরে রয়েছে কর্তাদের অফিস ঘর এবং ফুটবলারদের ড্রেসিংরুম। নিচের অংশে করা হয়েছে রেস্তোরাঁ। কলকাতার কোনও নামি ক্যাটারিং সংস্থা এই রেস্তোরাঁকে লিজ দেওয়া হবে। পরিকল্পনা ছিল ইদুজ্জোহার পরপরই নতুনভাবে সেজে ওঠা তাঁবুর উদ্বোধন করা হবে। কিন্তু চমক দেওয়ার জন্যই এখনও উদ্বোধন করা হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হাত দিয়ে নতুন তাঁবুর উদ্বোধন করার পরিকল্পনা নিয়েছেন মহমেডান কর্তারা।
ক্লাবের প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি নতুন তাঁবুর উদ্বোধনের ব্যাপারে বলেন, ‘মুখ্যমন্ত্রীর হাত দিয়ে নতুন তাঁবুর উদ্বোধনের পরিকল্পনা করেছি। মুখ্যমন্ত্রী নিজেও আগ্রহী। তবে তিনি এখনও সময় দিতে পারেননি। মুখ্যমন্ত্রীর সময় পেলেই আমার উদ্বোধনের দিন ঘোষণা করব।’ রবিবার নতুন মরশুমের জন্য জার্সি উদ্বোধন হয়েছে মহমেডানের। এবছর সাদাকালো ব্রিগেডকে নেতৃত্ব দেবেন সামাদ আলি মল্লিক। ৬ জুলাই নিজেদের মাঠে ইউনাইটেড স্পোর্টসের বিরদ্ধে লিগ অভিযানে নামবে মহমেডান।
❤ Support Us






