Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১৯, ২০২৪

৫ দিনের বিশ্বকর্মা পুজোয় অভিনব থিম মন্তেশ্বরে

আরম্ভ ওয়েব ডেস্ক
৫ দিনের বিশ্বকর্মা পুজোয় অভিনব থিম মন্তেশ্বরে

শিল্পদেবতার আরাধনায় সৃষ্টিঠাকুরকে কুর্নিশ। বছর কুড়ি ধরে বিশ্বকর্মা পুজো আয়োজন করে মন্তেশ্বরের মালডাঙা ব্যবসায়ী সমিতি, বাস মালিক ও কর্মী সংগঠন। ফি-বছরই মণ্ডপের অভিনব থিম আর সমাজচেতনার বার্তা ছড়িয়ে নজর কাড়ে এই পুজোটি। এবারের থিম কবি সার্বভৌম রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি সম্ভারকে জনগণেশের সামনে তুলে ধরা। দেখা গেল, মন্ডপের সামনেই বসানো হয়েছে কবিগুরুর আবক্ষ মূর্তি। আর মন্ডপের উপরেই শোভা পাচ্ছে রবি ঠাকুরের বিভিন্ন উপন্যাস, নাটক, কাব্যগ্রন্থ, ছোটগল্পগ্রন্থের মলাটের প্রতিকৃতি। আর এই অভিনব উদ্যোগের সাক্ষী থাকতে ভিড় জমাচ্ছেন এলাকার দূরদূরান্তের লোকজন। পুজো উদ্যোক্তারা জানান, ৫ দিন ধরে চলবে পুজো ও অনুষ্ঠান। সমাজচেতনার স্বাক্ষর হিসেবে এবার রয়েছে রক্তদান শিবির। ডেঙ্গির প্রকোপের বিষয়টি মাথায় রেখে মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা প্রচার করার পাশাপাশি এলাকার শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে মশারি বিলি করা হল। এছাড়াও রয়েছে যাত্রাপালা, বাউল-সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর অন্যতম উদ্যোক্তা ব্যবসায়ী সমিতির সভাপতি তথা বাঘাসন পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী দাঁ জানান, ‘এবার পুজোয় মন্ডপের থিম হিসেবে রবীন্দ্রনাথকে রাখা হয়েছে। বর্তমান সময়ে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা অনস্বীকার্য। বিশ্বকবির আদিগ্রন্থ ‘সহজপাঠ’কে সামনে রেখেই তৈরি হয়েছে মণ্ডপ। সেইসঙ্গে সমাজচেতনামূলক নানান কর্মসূচি রাখা হয়েছে।’ পুজোর বাজেট ৬ লক্ষ টাকা। রবীন্দ্রনাথের লেখালেখির সঙ্গে পরিচয় ঘটানোর এই প্রয়াস সমাদর করছেন এলাকার শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!