- ন | ন্দ | ন | চ | ত্ব | র ভা | ই | রা | ল
- এপ্রিল ৭, ২০২৩
পুষ্পার অন্বেষণ ! দ্বিতীয় পর্বের ট্রেলর মুক্তি ঘিরে তুঙ্গে অনুরাগীদের আগ্রহ
দর্শক মহলে সাড়া জাগানো ছবি পুস্পা দ্য রাইস-এর সিক্যুয়্যেল আসতে চলেছে। ২০২৪ সালে মুক্তি পাবে নতুন ছবি। শুক্রবার বিকেল চারটের সময় ছবির ট্রেলার মুক্তি। তার আগেই ছবি নিয়ে দর্শক মহলে শুরু হয়েছে উন্মাদনা। নেট নাগরিকদের অনেকের প্রত্যাশা, দ্বিতীয় ভাগের ছবির সাফল্য প্রথমকেও ছাপিয়ে যাবে।
সম্প্রতি, মুক্তি পেয়েছে, ‘পুষ্পা দ্য রুল’ ছবির টিজার। যেখানে দেখানো হচ্ছে, ছবির প্রধান চরিত্র তিরুপতি জেল থেকে পলাতক। তাঁকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ প্রশাসন। প্রথম পর্বের মতো দ্বিতীয়টিতেও রয়েছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। ২০ সেকেণ্ডের টিজারটির ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল। অনেকে অকুণ্ঠ প্রশংসা করছেন, অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন কবে তাঁদের প্রিয় নায়ক আল্লু অর্জুনকে আবার পর্দায় দেখতে পাবেন।
বস্তুত, ২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পায় পুষ্পা দ্য রাইস। সমালোচকরা ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানালেও বক্স অফিসে অভাবনীয় সাফল্য লাভ করে ছবিটি। ট্রেলার থেকে শুরু করে গল্প ও গান -সবই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। বিশেষত, ছবির শ্রীবল্লি ও আইটেম সং ও আন্টাওয়া এখনও বিভিন্ন পার্টিতে বাজতে শোনা যায়। ৩৭৩ কোটি টাকার ব্যবসা করে সে বছরের সবথেকে বেশি রোজগার করা ছবির তালিকায় শীর্ষ স্থান অধিকার আল্লু অর্জুন ও রশ্মিকা অভিনীত ছবি। শুধু তাই নয়, তেলেগু ছবির ইতিহাসে প্রথম পর্বের ছবিটি সবথেকে বেশি বাণিজ্যসফল ছবির শিরোপা লাভ করে।
দক্ষিণ ভারতের সাম্প্রতিক সময়ে যে সমস্ত ছবিকে ইদানিং বাণিজ্য সফল হতে দেখা যাচ্ছে, সেখানে প্রান্তিক মানুষের উত্থানের গল্প বলবার প্রবণতা প্রকট। সাম্প্রতিক অস্কারের মঞ্চে সাড়া ফেলে দেওয়া এলিফ্যাণ্ট হুইস্পারার্স ও আরআরআর এ প্রবণতার বাইরে নয়।প্রথমটি অনাথ হস্তিশাবককে মাহুতের ভালোবাসার কাহিনি আর দ্বিতীয়টিতে দুই স্বাধীনতা সংগ্রামীর বন্ধুত্ব ও ব্রিটিশ বিরোধী লড়াইয়ের গল্প । কয়েকবছর আগে এসেছিল জয় ভীম সেখানেও ছিল প্রান্তিক মানুষের সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি। প্রতিটি ক্ষেত্রেই গল্পের মূল চরিত্র রূপে উঠে এসেছে সমাজের অবহেলিত অংশের মানুষ। সামনের বছর লোকসভা ভোটের আগে এ প্রবণতা কি ভিন্ন কোনো এক রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত ?
The fire is set to spread all over the nation 🔥#WhereisPushpa ?
– https://t.co/46McEQ0hSxRevealing today at 4.05 PM 🔥#PushpaTheRule ❤️🔥
Icon Star @alluarjun @iamRashmika @aryasukku #FahadhFaasil @ThisIsDSP @SukumarWritings @MythriOfficial pic.twitter.com/VSj1fFIiGq— Pushpa (@PushpaMovie) April 7, 2023
❤ Support Us








